নয়া কীর্তি যোগীরাজ্যে, প্রথমে গণধর্ষণ, তারপর সমঝোতা করতে পানীয় খা​ইয়ে অত্যাচার, রইল ঘৃণা : বলল তৃণমূল

Must read

প্রতিবেদন : বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের কীর্তি আবার লজ্জায় ফেলল দেশকে। যোগী-রাজ্যে (Uttar Pradesh) ফের নারকীয় ঘটনার নেপথ্যে বিজেপি, প্রকট হয়ে গেল। প্রথমে গণধর্ষণ, তারপর সমঝোতা করার নামে পানীয় খাইয়ে অত্যাচার। বিজেপি নেতাদের ঘনিষ্ঠরাই এই কীর্তির সঙ্গে জড়িত। তারপরও মুখে কুলুপ বিজেপির। রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, গণধর্ষণে দলের আইটি সেলের কর্মীরা যুক্ত বলেই মুখে কুলুপ এঁটেছে বিজেপি।তৃণমূল মহিলা কংগ্রেসের দাবি, বারাণসীর আইআইটি-বিএইচইউ’র গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত যে তিনজনকে ঘটনার প্রায় দুমাস পর গ্রেফতার করেছে পুলিশ, তাদের মধ্যে দুজন বিজেপির আইটি সেলের সদস্য। এই বিষয়ে বিজেপি চুপ কেন, প্রশ্ন তুলল তৃণমূল। মঙ্গলবার মন্ত্রী শশী পাঁজা বলেন, ২ নভেম্বরের ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে মেয়েটির উপর অত্যাচার হয়েছে, সেই মেয়েটি পড়াশোনা করতে গিয়েছিল আইআইটিতে। মেয়েটি কালপ্রিটদের নাম বলে দেওয়ার পরও তাদের ধরতে দু-মাস সময় লাগল পুলিশের! এই হল ডাবল ইঞ্জিন যোগী-রাজ্যের আইনশৃঙ্খলা। গ্রেফতারের পরই স্পষ্ট হয়ে গেল, কেন ডাবল ইঞ্জিন (Uttar Pradesh) সরকারের অভিযুক্তদের ধরতে লাগল এত সময়! যারা এই কুকীর্তিটি ঘটিয়েছে, তারা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত, তাই গড়মসি যোগী রাজ্যের পুলিশের। শশী পাঁজা আরও অভিযোগ করেন, উত্তরপ্রদেশে মহিলারা আদৌ সুরক্ষিত নন। মহিলাদের ওপর নির্যাতনের আঁতুড়ঘর হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। এত বড় একটা ঘটনার পরও বিজেপি মুখে কুলুপ এঁটেছে। অমিত-মালব্য তো বিজেপির আইটি সেলের দায়িত্বে আছেন।
তিনি সুযোগ পেলেই তো তৃণমূল কংগ্রেস ও বিরোধীদের সম্পর্কে বলতে শুরু করেন, ট্যুইট করেন। এখন নিজের দলের কর্মীরা ধরা পড়ার পর কেন তিনি চুপ? শশী পাঁজার প্রশ্ন, যেখানে ঘটনা ঘটেছে, ভারতের প্রধানমন্ত্রী সেই এলাকার সাংসদ। প্রধানমন্ত্রীর কেন্দ্রেও মহিলাদের উপর নির্যাতন চলছে। তারপরও বিজেপি একটি কথাও বলবে না? উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে অথচ বিজেপির ভ্রুক্ষেপ নেই। মন্ত্রী অভিযোগ করেন, অদ্ভুতভাবে জাতীয় মহিলা কমিশনও এই বিষয়ে নীরব। যেহেতু বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাই তারা স্বতঃস্ফূর্ত হয়ে আর এগিয়ে আসছে না। অথচ পান থেকে চুন খসলেই বাংলা-সহ অ-বিজেপিশাসিত রাজ্যগুলিতে ছুটে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। আর ডাবল ইঞ্জিন যোগী-রাজ্যে প্রমাণিত বিজেপি সদস্যদের কীর্তি, তবুও কোনও ব্যবস্থা নিচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রেশন ডিলারদের

Latest article