প্রধানমন্ত্রীর বারবার বিদেশ সফর নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। এমনকি খরচ নিয়েও উঠেছে প্রশ্ন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর সাফল্যের মুখ দেখার পরেই রাজ্যের বিরোধী দলনেতা আরটিআই করার কথাও ইতিমধ্যেই বলে ফেলেছেন।
রাজনীতির ময়দানে এই মর্মে প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গ উঠতেই বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশযাত্রা প্রসঙ্গে লিখেছেন, ‘যারা মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশযাত্রার সঙ্গে মমতা বান্দ্যোপাধ্যায়য়ের যাত্রার প্রাসঙ্গিকতা টানার চেষ্টা করেছেন আমি আপনাকে পার্থক্যটি বলি:- মাননীয় প্রধানমন্ত্রীর কৌশলগত সফরগুলি প্রথমে আমাদের দেশকে প্রাধান্যের সাথে স্বীকৃত হওয়ার ভিত্তি তৈরি করেছিল এবং এখন তিনি ‘বিশ্বামিত্র’ হিসাবে বিবেচিত হয়েছেন। তিনি গর্বের সাথে একটি সফল G20 হোস্ট করতে পারেন। অন্যদিকে, বর্তমান শাসক দলের পশ্চিমবঙ্গে দুর্নীতি বিচার করলে, মুখ্যমন্ত্রীর ট্রিপ/অবকাশের পরে একমাত্র জিনিসটি অর্জন করা যেতে পারে তা হল জি ৪২০র একটি সফল সমাবেশ।’
আরও পড়ুন-পাসপোর্ট দেখিয়ে বিরোধী দলনেতার দাবিকে এক্সে কটাক্ষ দেবাংশুর
এই পোস্টের ভিত্তিতে এক্সে শুভেন্দুকে নিশানা করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, মণিপুর যখন পুড়ছিল তখন প্রধানমন্ত্রী বিদেশ সফরে বেরিয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সংযুক্ত আরব যাত্রা করেছিলেন, কিন্তু একবারের জন্যও মণিপুরে যাওয়ার কথা তার মনে হয়নি। আমরা সবাই জানি কোন নেতা বিশ্বস্ত আর কে নয়!’
PM @narendramodi embarked on foreign trips while Manipur was burning.
He jetted off to the United States, France & UAE, but didn’t bother to visit Manipur even once.
Spare us the charade! We all know which leader is trustworthy & who is not! https://t.co/bIAGBGx20t
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 24, 2023
আরও পড়ুন-শুটিংয়ে বঙ্গতনয়ার জয়জয়কার, রোয়িংয়ে চমক, সকালেই ঝুলিতে পাঁচ পদক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
এরপরেই একজন তৃণমূল কংগ্রেস জনপ্রতিনিধির নাম না করেই তার পাসপোর্টের ছবি ও নিজের পাসপোর্টের ছবি পাশাপাশি রেখে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেন। শুভেন্দু লেখেন, ‘১০ বছর ধরে জনপ্রতিনিধি থাকার পরেও নিজের কেন্দ্রের তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি এমন একজন জনপ্রতিনিধি ঘন ঘন বিদেশযাত্রা করেছেন। ঘটনাচক্রে ২০১৪ সালের আগে তাকে খুব বেশি এরকম বিদেশ সফরে যেতে দেখা যায়নি। আর ২০১১ সালের আগে তো তিনি কখনও বিদেশেই যাননি। ২০১৪ সালে তিনি বুঝতে পারেন অবৈধ টাকা রাখার সব থেকে ভালো জায়গা হল বিদেশ।’
আরও পড়ুন-যমুনা বিহারে স্কুলে দশম শ্রেণির ছাত্রকে থাপ্পড়, ঘুষি ও লাথি শিক্ষকদের, তদন্তে পুলিশ
তিনি আরো লেখেন, ‘উলটো দিকে আমার কাছে ২০০৯ সাল থেকে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকলেও আমি কখনও সেটা ব্যবহার করার সুযোগ পাইনি। এখনও আমার পাসপোর্টে কোনও স্ট্যাম্প পড়েনি। আমার কানে এসেছে ঘন ঘন বিদেশযাত্রাকারী আতঙ্কে আছেন, তাঁকে যে কোনও সময় মাটিতে নামানো হতে পারে একথা জেনে।’
আরও পড়ুন-হিমাচল প্রদেশে ভূমিকম্প, মান্ডিতে ২.৮ মাত্রার ভূমিকম্প
এই পোস্টের ভিত্তিতেই শুভেন্দুকে ট্যাগ তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ লেখেন, ‘আমরা বুঝতে পারি যে আপনি ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর থেকে বাদ পড়ার জন্য হতাশ। কিন্তু, চিন্তা করবেন না অধিকারী সাহেব! আপনার পাসপোর্ট শীঘ্রই সেই লোভনীয় ভিসা স্ট্যাম্পে শোভা পাবে। আপনার সময় আসবে।’
LoP @SuvenduWB, we understand that you are disappointed for being consistently excluded from PM @narendramodi‘s foreign trips.
But, don’t worry, Mr. Adhikari! Your passport will soon be adorned with those coveted visa stamps.
APKA TIME BHI AAYEGA! https://t.co/2W5y4lKl3h
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 24, 2023