রাজ্যে একুশে জুলাইয়ের সভায় যোগদানের প্রস্তুতি

Must read

ব্যুরো রিপোর্ট :‌ ২১ জুলাই (TMC starts preparations for June 21 Martyrs’ day) দিনটির সঙ্গে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতা–‌কর্মীর আবেগ জড়িয়ে। দু’বছর করোনা–‌কারণে দিনটির সফল উদযাপন করা যায়নি। এবার তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণ— জেলায় জেলায় শুরু হয়েছে জোর প্রস্ততি। হচ্ছে সভা, দেওয়াল লিখন। কর্মীরা মুখিয়ে আছেন যোগদানের জন্য। খোদ কলকাতাতেও তৎপরতা কম নয়। চারিদিকে সাজ সাজ রব। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই (TMC starts preparations for June 21 Martyrs’ day) উপলক্ষে কর্মী ও কাউন্সিলরদের নিয়ে এক বৈঠকের আয়োজন করে। সেই বৈঠকে মহানাগরিক–‌মন্ত্রী ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাশিস কুমার, সুব্রত বক্সি, মণীশ গুপ্ত, জয়প্রকাশ মজুমদার প্রমুখ ছিলেন। উত্তর কলকাতার কেষ্টপুরে দেওয়াল লিখনে অংশ নেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ স্বয়ং। ছিলেন অদিতি মুন্সি, দেবরাজ প্রমুখ।

বিষ্ণুপুর :‌ পায়ে পায়ে উড়িয়ে ধুলো, একুশে জুলাই ধর্মতলা চলো— এই স্লোগান সামনে রেখে প্রস্তুতি সভা হয়ে গেল বিষ্ণুপুর ব্লকের রাধানগরে। ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়, বিধায়ক তন্ময় ঘোষ, সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী সঙ্গীতা মালিক, সুশান্ত মুখোপাধ্যায়, মথুর কাউরি প্রমুখ।

জলপাইগুড়ি :‌ ব্লকে ব্লকে প্রস্তুতি সভা শুরু করল জেলা তৃণমূল। সোমবার জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় জেলা নেতৃত্বকে নিয়ে ধুপগুড়ি ও ময়নাগুড়িতে কর্মিসভা করলেন।

আরও পড়ুন: বিভেদ বিদ্বেষ নয়, সম্প্রীতিই ভারত-ভাগ্যের ভবিষ্যৎ

মালদহ :‌ মালদহ থেকে এবার রেকর্ড সংখ্যক যুব কর্মী যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে। ১৫টি ব্লকেই চলছে যুব তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি। দেওয়াল লিখনে সরকারি প্রকল্পগুলি তুলে ধরা হচ্ছে। জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল আলি জানিয়েছেন, যুবসমাজকে উজ্জীবিত করতে ব্লকে ব্লকে প্রচার শুরু হয়েছে।

কোচবিহার :‌ দিনহাটা মহকুমার গোসানিমারি ১ এবং ২ নম্বর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কর্মী কনভেনশন হল। সভায় ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, ভবেন বর্মন প্রমুখ। শুচিস্মিতা জানান, ধর্মতলার সভায় জেলার মহিলাদের উপস্থিতি যাতে আরও বাড়ে তার জন্যই এই কনভেনশন।

Latest article