কেন্দ্রীয় বাহিনী বিজেপি ক্যাডারের মতো ভোটে কাজ করছে! বিস্ফোরক তৃণমূল সুপ্রিমো

Must read

দলীয় প্রার্থীর সমর্থনে মুর্শিদাবাদে যখন একে পর এক সভা করছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উত্তরের ৩ জেলায় চলছে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ। সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সভামঞ্চ থেকে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। একই সঙ্গে বিজেপি অঙ্গুলি হেলনে কাজ করার জন্য ভর্ৎসনা করেন নির্বাচন কমিশনকে।

সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “উত্তরবঙ্গের ভোটে দুষ্টুমি হচ্ছে! আমি খবর পাচ্ছি।“ এর পরেই কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের অভিযোগ তুলে সরব হন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালবাসি। আমি ওদের বিরুদ্ধে নয়। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসাবে ব্যবহার করছে।“ এর পরেই নির্বাচন কমিশনকে নিশানা করেন বলেন, “আমি একটা কথা ইংরেজিতে বলব। যাতে কথাটা নির্বাচন কমিশনের কানে পৌঁছয়। আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব।“

আরও পড়ুন- বাংলায় বিজেপিকে একাই রুখছে তৃণমূল, মুর্শিদাবাদে বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কোচবিহার নির্বাচনে কেন শুধু কেন্দ্রীয় বাহিনী কাজ করছে? কেন রাজ্য পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না? কমিশন কীভাবে নিরপেক্ষ নির্বাচনের দাবি করছে? কমিশনকে ‘বিজেপির নির্বাচন কমিশন’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নাম না করে কোচবিহারে বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “নির্বাচন হচ্ছে ছোট স্বরাষ্ট্রমন্ত্রীর। আর ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে কে, একা কেন্দ্রীয় বাহিনী” তৃণমূল সুপ্রিমোর হুঁশিয়ারি, “আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। ভোট লুট হলে, শেষ পর্যন্ত লড়ে যাব।”

Latest article