গ্রেফতার চাই শুভেন্দুর

অধিকারীর সুপারিশে পাওয়া ৫৫ জন চাকরি থেকে বরখাস্ত, দলবদলুর ডানহাত সঞ্জীব সুকুল চিহ্নিত,  চাকরিকাণ্ডের পান্ডা

Must read

প্রতিবেদন : নিয়োগ কেলেঙ্কারিতে এবার দলবদলু শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গ্রেফতার ও তদন্তকারী সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (KUnal Ghosh) শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, শুভেন্দু বেআইনি নিয়োগে যুক্ত ছিল। তার কথায়, নির্দেশে ও ব্যবস্থাপনায় ১৫০ জন চাকরি পেয়েছে। আদালতের নির্দেশে শনিবার গ্রুপ সি-তে যাদের চাকরি গিয়েছে তার ভিতর শুভেন্দুর তালিকার (১৫০ জনের মধ্যে) ৫৫ জন রয়েছে। এদের বেআইনি ভাবে চাকরি করে দেওয়া হয়েছিল। অবিলম্বে এই ৫৫ জন ও শুভেন্দুকে তদন্তের আওতায় আনতে হবে। একইসঙ্গে কুণালের অভিযোগ, বেআইনি নিয়োগের তালিকায় (আদালতের নির্দেশে যাদের চাকরি গিয়েছে) ৫৬৯ নম্বরে নাম রয়েছে সঞ্জীব সুকুলের। যাকে লোকে শুক্লা বলেই চেনে। গোটা পূর্ব মেদিনীপুর জানে শুক্লা শুভেন্দুর ডান হাত। এই জেলার ভূপতিনগরের এই শুক্লা শুভেন্দুর (Suvendu Adhikari) হয়ে কাজ করে। এর চাকরি কীভাবে হয়েছিল? এই শুক্লাও বেআইনি নিয়োগে শুভেন্দুর সহযোগী। অবিলম্বে শুভেন্দু-শুক্লাকে ওই ৫৫ জনের মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে। কুণালের সংযোজন, শুভেন্দু গ্রুপ সি-তে ১৫০ জনকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে ও কেন তদন্তের বাইরে থাকবে। একইসঙ্গে তাঁর আবেদেন, শুধু গ্রুপ সি-তেই এই অবস্থা হলে সামগ্রিকভাবে শুভেন্দু আরও কতজনকে বেআইনি ভাবে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে ভেবে দেখুন। ওর হাতে একাধিক দফতর ছিল। এদিন শুভেন্দুর সঙ্গে বিজেপির দিলীপ ঘেষেরও গ্রেফতারি চেয়েছেন কুণাল। নিয়োগ কেলেঙ্কারিতে কিংপিন যাকে বলছে তদন্তকারী সংস্থা, সেই প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গিয়েছে আগেই। ফলে তাকেও গ্রেফতার করে জেরা করা হবে না কেন? প্রশ্ন কুণালের। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনও নেতা হলে তো আগে তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হত। বিজেপি নেতা বলে এজেন্সি ফিরেও তাকায়নি। বেআইনি চাকরির তদন্ত এজেন্সি করলে তার আওতা থেকে শুভেন্দু , দিলীপ ঘোষ বাদ যাবে কেন? সাফ কথা কুণালের।

ভূপতিনগর, পটাশপুর, দেশপ্রাণ, রামনগর, কাঁথি-১নং, খেজুরি— পূর্ব মেদিনীপুরের এইসব এলাকা থেকে শুভেন্দু একের পর এক নিয়োগ করেছে। এখন বিজেপিতে গিয়ে সাধু সাজছে, তোপ কুণালের। ইডি-সিবিআই যদি নিরপেক্ষ হয় তাহলে এখুনি হেফজাতে নিয়ে জেরা করুক দলবদলুকে। তা না হলে বুঝব এরা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসের গায়ে কালি ছিটোতে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর সংযোজন, কেউ ধরা পড়েছে বলে গল্প বেরোবে। আর ধরা পড়েনি বলে বিজেপিতে থেকে প্রোটেকশন পাবে, এটা হবে না।

দলের কেউ অন্যায় করলে বেআইনি কাজ করলে আইন অনুযায়ী তার যা শাস্তি হওয়ার হবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। এর আগে মন্ত্রীর বিরুদ্ধেও প্রশাসনিক ও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে বেআইনি কাজে তৃণমূল নেতৃত্ব হস্তক্ষেপ করবে না। কিন্তু শুধু বিজেপি-তে আছে বলে এজেন্সি কাউকে ছোঁবে না এটা কী করে হয়? প্রশ্ন কুণালের। যে আদালতের নির্দেশে এদের চাকরি বাতিল হয়েছে, এবার তারা দেখুক এই ৫৫ জনের বেআইনি নিয়োগ কীভাবে হল? কে করল? সাফ কথা কুণাল ঘোষের।

আরও পড়ুন: দিল্লিতে বৈঠকের আমন্ত্রণ তৃণমূলনেত্রীকে

শুভেন্দুর হাত ধরে বেআইনি পথে এদের চাকরি। আদালতের নির্দেশে বরখাস্ত। ১. সুপর্ণা মান্না-বাষাড়িয়া হাইস্কুল-খেজুরি ২. অসিত দাস সাকজুট সাম্বারী শিক্ষা-কাঁথি ১ ৩. অনুপ ঘোড়াই-কাসেমগেড়িয়া ডিএস-ভূপতিনগর ৪. অরিন্দম পাহাড়ি-বামনবাড় গোপালচন্দ্র-ভূপতিনগর ৫. অরুণ জানা-শ্রীরামপুর হাইস্কুল-পটাশপুর ৬. অভিজিৎ মণ্ডল-অমর্ষি রঘুনাথ হাইস্কুল-পটাশপুর ৭. বর্ণালী মাঝি-কলমিছাবাড় পার্লস-ভূপতিনগর ৮. বাপ্পাদিত্য দাস-খড়ুইপড় হাইস্কুল-পটাশপুর ৯. ভূপেন বর্মন-পঞ্চগ্রাম সৎসঙ্গ বালিকা-পটাশপুর ১০. বিমলেন্দু মান্না-মুস্তাফাপুর থেশোদাস্য-পটাশপুর ১১. চন্দন প্রধান-গোপালপুর ইউনিয়ন-পটাশপুর ১২. চিন্ময় জানা-রামনগর গার্লস-রামনগর ১৩. দেবব্রত শীট-তেঁতুলবাড়ি যতীন্দ্র-খেজুরি ১৪. দেবদুলাল পাখিরা-গোপালপুর সত্যময়ী-পটাশপুর ১৫. দীপক কুমার বর-বাগমারি নারীকল্যাণ-পটাশপুর ১৬. দীপক প্রধান-বিশ্বনাথপুর গার্লস-পটাশপুর ১৭. দীপজ্যোতি দাস-হিজলি গোপীচক হাই-খেজুরি ১৮. গৌরসুন্দর পাণ্ডা-টিকরাপাড়া আম্বিকাময়ী-পটাশপুর ১৯. যমুনা মাইতি-বসন্তিয়া হাইস্কুল-দেশপ্রাণ ২০. সঙ্গীতা মান্না-বসন্তিয়া হাইস্কুল-দেশপ্রাণ ২১. কৃষ্ণকমল দাস-বাগমারি হাইস্কুল-পটাশপুর ২২. লোকনাথ বর্মন-মকরামপুর বালিকা-পটাশপুর ২৩. নাড়ুগোপাল ঘোড়াই-বেলতলা হাইস্কুল-কাঁথি-১ ২৪. নীলাদ্রি সাউ-দেউলপোতা বালিকা-খেজুরি ২৫. নিত্যানন্দ প্রমাণিক-বজরপুর রামকৃষ্ণ হাই-ভূপতিনগর ২৬. পল্লব নায়ক-দিঘা ডি জে শিক্ষাসদন-দিঘা ২৭. সঞ্জীব শুকুল-বাহাদুরপুর দেশপ্রাণ-ভূপতিনগর ২৮. সেবাব্রত জানা-খেজুরি আদর্শ বিদ্যালয়-খেজুরি ২৯. শুভঙ্কর সরকার-খলিসাডাঙা হাইস্কুল-কাঁথি-১ ৩০. শুভেন্দু বিকাশ পাল-উত্তরবাড় হাইস্কুল-ভগবানপুর ৩১. উৎপল হাজরা-ভূপতিনগর কন্যা বিদ্যালয়-ভূপতিনগর ৩২. তপন জানা-নামালডিহা হাইস্কুল-দেশপ্রাণ ৩৩. সুমিত দাস-নয়াপুট সুধীরকুমার হাইস্কুল-কাঁথি ২ ৩৪. সুনীতিকুমার দাস-পানিয়া সারদাবাড় হাইস্কুল-পটাশপুর ৩৫. সৌরভ মহাপাত্র-বাঘাদাড়ি দেশপ্রাণ হাইস্কুল-ভূপতিনগর ৩৬. সায়ন্ত বেরা-ফাজিলাপুর বীরেন্দ্র বিদ্যালয়-কাঁথি-২ ৩৭. পার্বতী বর্মন-দুবাইরশিদনগর হাইস্কুল-ভূপতিনগর ৩৮. রঞ্জিত প্রধান-অজয়া অন্নদাবিদ্যামন্দির-খেজুরি ৩৯. সম্পদ পণ্ডিত-সেলমাবাড় সরোজিনী গার্লস-পটাশপুর ৪০. সন্দীপ সাহু-পানসাই বি এম ইনস্টিটিউশন-খেজুরি ৪১. শান্তনু মাইতি-রঘুনাথচক গুণধর বিদ্যাপীঠ-ভূপতিনগর ৪২. রিংকি খাটুয়া-শঙ্করপুর নারায়ণ বিদ্যালয়-ভগবানপুর ৪৩. রাজকুমার দাস-তাহালিয়া শোভাময়ী বিদ্যালয়-পটাশপুর ৪৪. পূর্ণেন্দু প্রধা- বরোজ কিরণময়ী বিদ্যালয়-ভূপতিনগর ৪৫. নীলাঞ্জনা মাইতি-এগরা জে এল হাইস্কুল-এগরা এলাকা ৪৬. বিজয় সিংহ-তেলামী হাইস্কুল-এগরা এলাকা ৪৭. মদন বর-গণেশ্বর হাইস্কুল-এগরা এলাকা ৪৮. দেবাঞ্জন মণ্ডল-দুবদা দেশপ্রাণ বীরেন্দ্র-এগরা এলাকা ৪৯. মিঠুন মুড়া-কৈথড় রামচন্দ্রপুর বিদ্যালয়-এগরা এলাকা ৫০. উত্তম গিরি-বালিসাই ফকিরদাস হাইস্কুল-এগরা এলাকা ৫১. সুশান্ত বর্মন-বাথুয়াড়ি আদর্শ বিদ্যাপীঠ-এগরা এলাকা ৫২. নবকুমার পয়ড়্যা-আলটাগিরি রাধাবিনোদ হাইস্কুল-এগরা এলাকা ৫৩. শুচিস্মিতা নায়েক-রুক্মিণীপুর কানাইলাল বিদ্যাপীঠ-এগরা এলাকা ৫৪. নন্দিতা দাস-দক্ষিণচক হাইস্কুল-এগরা এলাকা ৫৫. সমরেশ হালদার-পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুল-এগরা এলাকা

Latest article