দিল্লিতে বৈঠকের আমন্ত্রণ তৃণমূলনেত্রীকে

এজেন্সি রাজনীতি রুখতে এককাট্টা বিরোধীরা

Must read

প্রতিবেদন : ‘এজেন্সি পলিটিক্স’-এর (Agency politics) বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) একযোগে প্রতিবাদী চিঠি দেওয়ার পর এবার অ-বিজেপি-কংগ্রেসি দলগুলির শীর্ষ নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠকে বসতে চলেছেন। চলতি মাসের শেষের দিকে কিংবা এপ্রিলের প্রথম সপ্তাহে এই বৈঠক হতে পারে। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এই বৈঠকের মধ্যমণি। বৈঠকের উদ্যোক্তা আপ। অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকেই অ-বিজেপি ও কংগ্রেসি প্রতিটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। আমন্ত্রণপত্র গিয়েছে বিভিন্ন রাজ্যের অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের কাছেও। প্রথমে ঠিক ছিল চলতি মাসের ১৮-১৯ তারিখে বৈঠক হবে। আপাতত সেই সিদ্ধান্ত বদল হয়েছে। নিজেদের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে পরবর্তী বৈঠকের তারিখ ঠিক করা হবে। তবে দেশ জুড়ে বিরোধীদের দুরমুশ করতে বিজেপি সরকার যেভাবে নাগাড়ে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (Agency politics) রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে তার বিরুদ্ধে আন্দোলন ও জনমত গড়ে তুলতে বদ্ধপরিকর বিরোধীরা। একমাত্র কংগ্রেস এই বৈঠক কিংবা মুভমেন্টে কোনও আগ্রহ দেখায়নি।

আরও পড়ুন: ৯১ বছর বয়সে প্রয়াত মাধুরী দীক্ষিত নেনের মা স্নেহলতা দীক্ষিত

Latest article