শতরান কোহলির ঝুলিতে, আহমেদাবাদে ক্লাসিক বিরাট কোহলি

আহমেদাবাদ এক নতুন বিরাট কোহলিকে (Virat Kohli) দেখল আজ, ২৪১ বলে শতরান৷ তাঁর ক্লাসিক ব্যাটিং দেখে রবিবার পয়সা উসুল

Must read

আহমেদাবাদ এক নতুন বিরাট কোহলিকে (Virat Kohli) দেখল আজ, ২৪১ বলে শতরান৷ তাঁর ক্লাসিক ব্যাটিং দেখে রবিবার পয়সা উসুল হয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের৷

আরও পড়ুন-৯১ বছর বয়সে প্রয়াত মাধুরী দীক্ষিত নেনের মা স্নেহলতা দীক্ষিত

রানের বৃষ্টি দেখাল বিরাট৷ শনিবার আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে বিরাট কোহলি৷ ২০১৯-র ২২ নভেম্বরের পর আজ রবিবার দিন শতরান এল ৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর কোহলি ইজ ব্যাকবলাই যায়৷ এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংসে ছিল ১৫ টি চার ৷ এদিন ১৮৬ রানের ইনিংস থামে মার্ফির বলে যেখানে লাবুসেন তাঁর ক্যাচ নেন৷ কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷

Latest article