গুলিতে আহত তৃণমূল কর্মী রুবেল শেখ প্রয়াত

গত মঙ্গলবার রাতে নবগ্রামের বিলবসিয়ায় রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় একটি গাড়িতে করে দুজন দুষ্কৃতী এসে গুলি করে

Must read

সংবাদদাতা, বহরমপুর : নবগ্রামে বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে আহত তৃণমূল কর্মী রুবেল শেখের মৃত্যু হল। বুধবার গভীর রাতে, কলকাতার এক বেসরকারি হাসপাতালে। গত মঙ্গলবার রাতে নবগ্রামের বিলবসিয়ায় রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে বসে থাকার সময় একটি গাড়িতে করে দুজন দুষ্কৃতী এসে গুলি করে।

আরও পড়ুন-এক ব্যক্তি একাধিক কেন্দ্রে প্রার্থী? ঠিক করবে সংসদই জানাল সুপ্রিম কোর্ট

পিঠে গুলি লেগে গুরুতর আহত হয় রুবেল। তাকে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর রাতেই কলকাতায় পাঠানো হয়, সেখানেই মৃত্যু। রুবেলের বাড়ি পাঁচগ্রামের ডিহিরিডাঙায়। এখনও কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মা মোমিনা বিবি। বলেন, নবগ্রাম তৃণমূল ব্লক সভাপতি এনায়েতুল্লার সঙ্গে ঘোরাফেরা করত তাঁর ছেলে। তাতেই হয়ত বিরোধীদের কোপে পড়ে। তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বলেন, রুবেল একনিষ্ঠ তৃণমুলকর্মী ছিলেন। মঙ্গলবার সাগরদিঘির ভোটপ্রচার করে ফেরার সময় দুষ্কৃতীরা গুলি করে। ওর মৃত্যুতে শোকাহত তিনি।

Latest article