খোঁজ মিলল সেই তৃণমূলকর্মীর

পুলিশ প্রশাসনের উদ্যোগে তৃণমূলকর্মী আবু তালেবের খোঁজ পাওয়ায় খুশির হাওয়া তাঁর পরিবার ও তৃণমূল কর্মীদের মধ্যে।

Must read

সংবাদদাতা, মিনাখাঁ : একুশে জুলাই শহিদ দিবসে ধর্মতলায় গিয়ে নিখোঁজ হন মিনাখাঁর তৃণমূলকর্মী। শেষমেশ তাঁর খোঁজ মিলল। পুলিশ প্রশাসনের উদ্যোগে তৃণমূলকর্মী আবু তালেবের খোঁজ পাওয়ায় খুশির হাওয়া তাঁর পরিবার ও তৃণমূল কর্মীদের মধ্যে। সোমবার ঘরে ফিরলেন তালেব। উত্তর ২৪ পরগনা বসিরহাটের মিনাখাঁ ব্লকের নলফা পশ্চিম জয়গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন-আড়রার বুড়োশিবতলায় শ্রাবণে আজও ঢল নামে ভক্তের

একুশে জুলাই গ্রামের দলীয় কর্মীদের সঙ্গে ধর্মতলায় গিয়েছিলেন। সবাই ফিরে এলেও তালেব ফিরে আসেননি। চিন্তিত বাড়ির লোকজন ও গ্রামবাসীরা নিখোঁজ ডায়েরি করলে তদন্ত শুরু করে পার্ক সার্কাস থানার পুলিশ। জানা যায়, মেডিক্যাল কলেজের বাইরে একটি জায়গায় তিনি বসে রয়েছেন। তারপর তাঁর বাড়ির লোককে খবর দেওয়া হয়। তালেবের আত্মীয়রা পুলিশের সহযোগিতায় তাঁকে চিহ্নিত করলে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলে অন্য গাড়িতে উঠে মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যান।

Latest article