পোর্ট অফ স্পেনেও ম্যাঞ্চেস্টারের ছায়া

Must read

পোর্ট অফ স্পেন, ২৪ জুলাই : ম্যাঞ্চেস্টারের ছায়া এবার পোর্ট অফ স্পেনেও! রবিবার বৃষ্টির দাপটে একটিও বল হয়নি ওল্ড ট্র্যাফোর্ডে। নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের। সোমবার একই ছবি ফিরে এল কুইন্স পার্ক ওভালেও। এবার শুধু ইংল্যান্ডের জায়গায় ভারত (India- West Indies)। ওয়েস্ট ইন্ডিজকে বাগে পেয়েও হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জেতা হল না রোহিত শর্মার। টি-এর সময়ই ম্যাচের ইতি টেনে দেওয়া হয়।
হাওয়া অফিসের পূর্বাভাস মেনে পঞ্চম দিনের সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। এতটাই জোরে বৃষ্টি পড়ছিল যে, দুই দলের ক্রিকেটাররা হোটেল থেকে মাঠেই আসেননি। পুরো একটা সেশনের খেলা ভেস্তে যায়। নির্ধারিত সময়ের আগেই লাঞ্চের বিরতি নেওয়া হয়। মাঝে বৃষ্টি বন্ধ হলে ভিজে আউটফিল্ডের জন্য খেলা শুরু করা যায়নি। ঠিক হয়েছিল ভারতীয় সময় রান ১১.২০ মিনিটে খেলা শুরু হবে। কিন্তু তখন ফের বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

গতকাল ভারত ২ উইকেটে ১৮১ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার পর ক্রেগ ব্রেথওয়েট (২৮) ও কির্ক ম্যাকেঞ্জির (০) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শেষ ক্যারিবিয়ানদের স্কোর ছিল ২ উইকেটে ৭৬ রান। ক্রিজে ছিলেন তেজনায়ারণ চন্দ্রপল (অপরাজিত ২৪) এবং জার্মেইন ব্ল্যাকউড (অপরাজিত ৪)। দু’টি উইকেটই নেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ দিনে জেতার জন্য আরও ২৮৯ রান করতে হত ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের দরকার ছিল ৮ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত খেলা ভেস্তে যাওয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মূল্যবান পয়েন্ট হারাল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সুপ্রিম কোর্ট মনে করে বিদেশ যাত্রায় বাধা নেই অভিষেকের

তবে এই সফর থেকে রোহিতদের (India- West Indies) প্রাপ্তির ঝুলিটা নেহাত মন্দ নয়।যশস্বী জয়সোয়ালের মতো তরুণ প্রতিভা উঠে এসেছেন। যাঁকে ভবিষ্যতের তারকা বলে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।ঈশান কিষানও প্রমান করেছেন, লাল বলের ক্রিকেটে তিনি বেমানান নন। এবং মুকেশ কুমার। অভিষেক টেস্টেই পোর্ট অফ স্পেনের নিষ্প্রাণ পিচে মুকেশের বোলিং সবার নজর কেড়েছে। এছাড়া চতুর্থ দিনে ইংল্যান্ডের ‘বাজবল’ ঘরানার ঢংয়েই ব্যাটিং করেছেন রোহিত ও যশস্বী। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ ওভারে ১৮১ রান তুলেছিল ভারত। ওভারপিছু ৭.৫৪ রান। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্তত ১০০ রান হয়েছে, এমন ইনিংসগুলোর বিচারে দ্রুততম। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২ উইকেটে ২৪১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সেবার ওভারপিছু রান ছিল ৭.৫৩।

এদিকে, নজির গড়েছেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও। জুটি হিসেবে টেস্টে ৫০০ উইকেট দখল করেছেন তাঁরা। দু’মিলে একসঙ্গে ৪৯ টেস্ট খেলে এই কীর্তি গড়লেন। এর মধ্যে অশ্বিন নিয়েছেন ২৭৪ উইকেট। অন্যদিকে, জাদেজার ঝুলিতে ২২৬ উইকেট। শুধু তাই নয়, অশ্বিন-জাদেজা জুটি এই ৪৯ টেস্টে ৩২ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। প্রসঙ্গত, ভারতীয় স্পিনার জুটি হিসেবে অশ্বিন ও জাদেজার থেকে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলে-হরভজন সিংয়ের। কুম্বলে-হরভজন জুটি ৫৪ টেস্টে ৫০১ উইকেট নিয়েছেন। আর মাত্র দু’টি উইকেট পেলেই তাঁদের টপকে শীর্ষে উঠে আসবেন অশ্বিন-জাদেজা জুটি।

Latest article