যাদবপুরের বাম-অতিবাম সমর্থকদের নৃশংসতার শিকার, মৃত পড়ুয়ার বাড়িতে টিএমসিপি নেতৃত্ব

সোমবার দুপুরের দিকে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যাদবপুর ইউনিটের সভানেত্রী রাজন্যা হালদার-সহ চারজন আসেন

Must read

সংবাদদাতা, নদিয়া : যাদবপুরে মৃত পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন তৃণমূল ছাত্রপরিষদের চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুরের দিকে সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যাদবপুর ইউনিটের সভানেত্রী রাজন্যা হালদার-সহ চারজন আসেন। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন ও সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন।

আরও পড়ুন-প্রতিষ্ঠাদিবসে রেকর্ড জমায়েতের ডাক মিছিলে

পরে তাঁরা বলেন, জানতাম না যাদবপুর বিশ্ববিদ্যালয় এইভাবে নিয়মিত র‍্যাগিং চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিয়নের দায়িত্বে রয়েছে বাম সমর্থিত সংগঠন। তারা যে এত নৃশংস অত্যাচারী সেটা কল্পনা করা যায় না। পরিবারের সঙ্গে দেখা করতে এসে দীর্ঘক্ষণ টিএমসিপি প্রতিনিধি দলটি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হশে ছাত্রের মৃত্যু নিয়ে সমবেদনা প্রকাশ করে রাজন্যা হালদার বলেন, এর সম্পূর্ণ দায় সিপিএম ও বাম ইউনিয়নের। তাঁর কথায়, বাম ও অতি বাম সমর্থকরা এত নৃশংস হতে পারে সেটা আমরা জানতাম না। সেই কারণে তারা সিসিটিভি পর্যন্ত লাগাতে দিচ্ছে না। এত বড় স্পর্ধা তাদের। ইউনিয়নের দায়িত্ব থাকা সদস্যরা যে অমানবিকতার কাজকর্ম করে সেগুলো যাতে সবার নজরে না আসে সেই কারণেই তারা বাধা দিচ্ছে সিসিটিভি লাগাতে। প্রগতিশীল মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে র‍্যাগিংয়ের কালচার ও নানা অসামাজিক কালচারগুলো ফুটে উঠবে বলেই তারা ভয় পাচ্ছে।

আরও পড়ুন-সিনিয়র দাদারাই পারে র‍্যাগিং বন্ধ করতে : ব্রাত্য

তিনি বলেন, তবে আমাদের প্রতিবাদ চলবে, যাতে র‍্যাগিং বন্ধ করা যায়, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস হোস্টেল করার জন্য আমাদের লড়াই চলবে। তিনি আরও বলেন, হোক কলোবরের মিছিল বের হয়েছিল। কোথায় গেল তারা? তৃণমূল ছাড়া এভাবে কেউ তো প্রতিবাদ করল না।

Latest article