প্রতিবেদন : কর্মযজ্ঞের মধ্য দিয়েই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee- Birthday) জন্মদিনে শুভেচ্ছা জানাতে তৈরি তৃণমূল কংগ্রেস পরিবার। আজ, সোমবার, ৭ নভেম্বর জন্মদিন ডায়মন্ড হারবারের সাংসদের। মধ্য-তিরিশেই অভিষেক দেশের রাজনীতির আঙিনায় একটি নাম। রাত ১২টার কাঁটা পেরোতে না পেরোতেই শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছে অভিষেকের মোবাইল। ফোন তো বটেই, হোয়াটসঅ্যাপ, ট্যুইটার উপচে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। আজ সোমবার শহর-শহরতলি এবং রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে ছাত্র-যুব ও অন্যান্য শাখা সংগঠন জন্মদিনে শুভেচ্ছা জানাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, বস্ত্রদান, কম্বলদানের মতো সামাজিক কর্মসূচি থাকছে। সেইসঙ্গে চমক সোশ্যাল মিডিয়ায় নতুন গান।
উত্তর কলকাতার তৃণমূল যুব সভাপতি শান্তি কুণ্ডু নানা মন্দির-মসজিদ-গির্জা ও মাজারে যাবেন। অভিষেকের (Abhishek Banerjee- Birthday) মঙ্গল কামনায় পুজো দেবেন-প্রার্থনা করবেন-চাদর চড়াবেন। সন্ধ্যা ৬টায় বিধান গার্ডেনে বিশাল কেক কাটা হবে সকলকে নিয়ে। শান্তির কথায়, সোমবার সকাল থেকে পুঁটে কালীমন্দির, ফিরিঙ্গি কালীমন্দির, ঠনঠনিয়া কালীমন্দির, ভূতনাথ মন্দির, হেদুয়ার ডাফ চার্চ, পোস্তায় গণেশ মন্দির, লালবাবা মাজারে ঘুরবেন শান্তি। এর মাঝে দুপুরে শিয়ালদহে ২৬০ জন অনাথ শিশুর খাওয়ার ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন-ডেঙ্গি: ঠেকাতে ডাহা ফেল যোগীরাজ্য
বজবজ টাউন যুব তৃণমূল সভাপতি কৌশিক রায় বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে বজবজের একটি মসজিদে প্রায় এক হাজার মানুষ সকালে নমাজ পড়বেন। এ-ছাড়াও বজবজ কালীবাড়িতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। উত্তরের কোচবিহারের যুব তৃণমূল সভাপতি কমলেশ অধিকারী বললেন, সোমবার কোচবিহারে রাস উৎসবের সূচনা হবে। কোচবিহারের ঠাকুর মদনমোহন মন্দিরে সাংসদের মঙ্গল কামনায় পুজোর আয়োজন করা হয়েছে৷ জঙ্গলমহলেও উৎসবের মেজাজ। পুরুলিয়ার যুব সভাপতি মেঘদূত মাহাতো বললেন, আমাদের দলীয় কার্যালয়ে কেক কাটা হবে। সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁকুড়ার জেলা যুব সভাপতি সন্দীপ বাউড়ি বললেন, জেলার সব ব্লকে আমরা অনুষ্ঠান তো করবই, তবে জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে বাঁকুড়া টাউনের একটি বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার আবাসিকদের সঙ্গে নিয়ে কেকও কাটব। তাঁদের ফল বিতরণ করব। শিলিগুড়ির যুব সভাপতি নির্ণয় রায় বললেন, আমরাও জেলায় অবশ্যই পালিত হবে, সারপ্রাইজ থাকবে।