আজ, মঙ্গলবার ধূপগুড়িতে সভা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একদিন আগেই খবর এসেছে ‘এক ডাকে অভিষেক’-এ ফোন করে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে আলিপুরদুয়ারে। এর মধ্যে আজই সেখানে সভা তৃণমূল কংগ্রেস সাংসদের।
কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। ধূপগুড়ি পুরসভার মাঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের (AITC General Secretary Abhishek Banerjee) সভাকে ঘিরে ব্যাপক উন্মাদনা কর্মী-সমর্থকদের মধ্যে। গত কয়েকদিনে দফায় দফায় দলের বিভিন্ন স্তরের নেতারা সভাস্থল পরিদর্শন করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন প্রত্যেকেই তাকিয়ে আছেন তার দিকে।
আরও পড়ুন: ব্রাত্যর নতুন নাট্য সংকলন
সোমবার, সভাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। সঙ্গে ছিলেন ধুপগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার, জলপাইগুড়ির ডিএসপি, সহ বিভিন্ন থানার আইসিরা। মাঠ-সহ প্রতিটি প্রবেশ পথ খুঁটিয়ে দেখেন পুলিশ সুপার (Police Super)। পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বৈঠক ও করেন তিনি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য পুলিশ (Police) কর্মীদের বিভিন্ন নির্দেশ দেন।
আলিপুরদুয়ারের তৃণমূলের ফল আশাব্যাঞ্জক নয়। এদিকে সম্প্রতি জিটিএ নির্বাচনে পাহাড়ে খাতা করেছে জোড়া ফুল শিবির। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।