আজ ও কাল দুই জেলার উন্নয়নে মুখ্যমন্ত্রীর বহু প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস

জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা জানান, বুধবার বেলা তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মালদা থেকে হেলিকপ্টার করে বহরমপুর স্টেডিয়ামে পৌঁছবেন।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর: লোকসভা নির্বাচনের আগে আজ, বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর তিনটে থেকে বহরমপুর স্টেডিয়াম মাঠে তাঁর সরকারি জনসভা শুরু হওয়ার কথা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনসভা থেকে মুর্শিদাবাদবাসীর উন্নয়নের লক্ষ্যে এক হাজার কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি।

আরও পড়ুন-অষ্টম দুয়ারে সরকার, সুবিধা পৌঁছে দিতে ডেডলাইন রাজ্যের

জেলা প্রশাসনের এক শীর্ষকর্তা জানান, বুধবার বেলা তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মালদা থেকে হেলিকপ্টার করে বহরমপুর স্টেডিয়ামে পৌঁছবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, মুখ্যমন্ত্রী জেলাতে এসে প্রায় ৮৮০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস এবং ১৮১ কোটি টাকার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সব মিলিয়ে জেলাবাসী লোকসভা নির্বাচনের আগে প্রায় এক হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জেলায় এসে সামশেরগঞ্জ ও লালগোলা ব্লকে নদীপাড় পুনরুদ্ধারের বেশ কিছু কাজের শিল্যানাসের পাশাপাশি ফরাক্কায় গঙ্গাভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার নদীপাড় পুনরুদ্ধারের কাজের উদ্বোধন করবেন।

আরও পড়ুন-দিনের কবিতা

বহরমপুরের কাশিমবাজারে একটি ৩১/১১ কেভি সাবস্টেশন উদ্বোধন এবং বেলডাঙা ২ ও মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকে ভাগীরথী নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের শিল্যানাস করবেন। এছাড়াও একাধিক কমিউনিটি হল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিছু বিদ্যালয় ভবন নির্মাণের কাজ, বহরমপুরে একটি সুইমিং পুল নির্মাণকাজের শিল্যানাসের পাশাপাশি নবগ্রামে রত্নেশ্বর মন্দির সংরক্ষণের কাজেরও শিলান্যাস করবেন। হরিহারপাড়া-আমতলা রাজ্য সড়কে ভৈরব নদীর উপর নির্মিত একটি সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের তালিকায় আছে একাধিক হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বেশ কিছু রাস্তা, কয়েকটি জনস্বাস্থ্য কেন্দ্র এবং বেশ কিছু সুস্বাস্থ্য কেন্দ্র।

Latest article