আজ সামনে চার্চিল, তিন পয়েন্ট পেতে মরিয়া মহামেডান

Must read

প্রতিবেদন : মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের (Churchill brothers- Mohammedan) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মহামেডান স্পোর্টিং। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আই লিগের শীর্ষে রয়েছে সাদা-কালো ব্রিগেড। চার্চিলকে হারাতে পারলে, চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একটা ধাপ এগিয়ে যাবে দল। ফেডারেশনের শাস্তির জন্য শেষ দুটো হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়েছিল। তবে মঙ্গলবার মাঠে উপস্থিত থাকবেন দর্শকরা। তাই চার্চিলকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ।
টানা দুটো ম্যাচ জিতে বুধবার মাঠে নামছে মহামেডান (Churchill brothers- Mohammedan)। তাই ফুটবলাররাও আত্মবিশ্বাসের তুঙ্গে। চেরনিশভের দলের ইতিবাচক দিক, বিদেশিদের পাশাপাশি ভারতীয় ফুটবলাররাও গোল করছেন। মহামেডানের প্রতিপক্ষ চার্চিল আবার খুব একটা ভাল ছন্দে নেই। ১৮ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে রয়েছে গোয়ান ক্লাব। এদিকে, মঙ্গলবারই আইএফএ-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে। তবে খেলা থাকায় ফুটবলাররা কেউই অনুষ্ঠানে থাকতে পারবেন না। ট্রফি নেবেন ক্লাব কর্তারা।

আরও পড়ুন: ২৭ পয়েন্টে লিগ শেষ করতে চাই বলছেন কুয়াদ্রাত

Latest article