প্রতিবেদন : রবিবার কলকাতা প্রিমিয়ার লিগের উদ্বোধন। উদ্বোধনী ম্যাচেই লিগে অভিযান শুরু করছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। কিশোরভারতী স্টেডিয়ামে নৈশালোকে ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা সাতটায়। উদ্বোধনী ম্যাচের আগে থাকছে লেজার শো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু। থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিমও।
আরও পড়ুন-ফের ট্রেন দূর্ঘটনা, এবার ঘটনাস্থল বাঁকুড়া
কলকাতা লিগের কনিষ্ঠতম দল ডায়মন্ড হারবার। গত মরশুমেই প্রথম তারা প্রথম ডিভিশন ফুটবল লিগে অংশ নেয়। দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র এক বছরের মধ্যে প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে চমক দিয়েছে ডায়মন্ড হারবার। দলের স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকে এবারও রেখে দিয়েছে ম্যানেজমেন্ট। কিবুর প্রশিক্ষণে গত এক মাসেরও বেশি সময় ধরে লিগের প্রস্তুতি সেরেছে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-মোদি জমানায় রেলের অমানবিকতা বেআব্রু হল বালাসোরে
এবার প্রিমিয়ার ‘এ’ এবং ‘বি’ মিলে গিয়েছে। ফলে ২৬ দলের কঠিন লড়াই। ডায়মন্ড হারবার গ্রুপ অফ ডেথে রয়েছে। মোহনবাগান, মহামেডানের মতো ময়দানের অন্যতম দুই প্রধানের বিরুদ্ধে খেলতে হবে তাদের। পাশাপাশি সাদার্ন সমিতি, কালীঘাট মিলন সংঘ, টালিগঞ্জ অগ্রগামী, ইউনাইটেড স্পোর্টসের মতো দলগুলির চ্যালেঞ্জ সামলাতে হবে কিবুর ডায়মন্ড হারবারকে। রবিবার প্রথম ম্যাচের প্রতিপক্ষ সাদার্নকে নিয়ে প্রচণ্ড সতর্ক কিবু। আই লিগ জয়ী কোচ বলেছেন, ‘‘সাদার্ন লড়াকু দল। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে। কঠিন লড়াই। তবে আমরা নিজেদের নিয়েই ভাবছি। আমরা আত্মবিশ্বাসী নিজেদের দল নিয়ে। শুধু সাদার্ন নয়, আমাদের গ্রুপ বেশ কঠিন। সব দলের বিরুদ্ধেই আমাদের সেরা ফুটবল খেলার চেষ্টা করতে হবে। তবে ছেলেরা তৈরি নিজেদের সেরাটা দেওয়ার জন্য। প্রস্তুতিও আমাদের ভাল হয়েছে। এবার মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে।’’
আরও পড়ুন-ধরিত্রী গর্ভবতী হলে…
ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ আরও বলেন, ‘‘এবারের লিগ স্থানীয় ফুটবলারদের কাছে নিজেদের প্রমাণ করার মঞ্চ। কারণ, এবার বিদেশি ফুটবলার নেই। তাই এখান থেকে ভাল মানের ভারতীয় ফুটবলার উঠে আসার সুযোগ রয়েছে। যা আক্ষরিক অর্থে জাতীয় দলের সাপ্লাই লাইন তৈরিতে সাহায্য করবে।’’
আরও পড়ুন-নির্জনতা ছড়িয়ে রয়েছে অক্ষরের ভাঁজে-ভাঁজে
প্রথম ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার সন্দীপ মান্ডিকে পাচ্ছে না ডায়মন্ড হারবার। বাকিরা সবাই ফিট প্রথম ম্যাচ খেলার জন্য। গতবারের দল থেকে অভিষেক দাস, তুহিন শিকদার, সেখ সলমনদের মতো ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি মনোতোষ চাকলাদার, রাহুল পাসোয়ান, জেরেমি, জ্যাকবদের মতো কিছু পরীক্ষিত ফুটবলারকে এবার দলে নেওয়া হয়েছে। প্রথমবার প্রিমিয়ারে খেললেও খেতাবি লড়াইয়ে থাকার চ্যালেঞ্জ নিয়েই লিগের লড়াইয়ে নামছে কিবুর দল।