ফের ট্রেন দূর্ঘটনা, এবার ঘটনাস্থল বাঁকুড়া

এর জেরে ট্রেন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে খড়গপুর-আদ্রা শাখায়।

Must read

ফের ট্রেন দূর্ঘটনা। এবার ঘটনাস্থল বাঁকুড়া জেলার (Bankura district) ওন্দা গ্রাম স্টেশনে। দুই মালগাড়ির সংঘর্ষে একটি মালগাড়ির ইঞ্জিন (engine) সহ ৬ টি বগি লাইনচ্যুত হয়। এর জেরে ট্রেন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে খড়গপুর-আদ্রা শাখায়।

আরও পড়ুন-মোদি জমানায় রেলের অমানবিকতা বেআব্রু হল বালাসোরে

জানা যাচ্ছে ওন্দা স্টেশনের লুপ লাইনে একটি মালগাড়ি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় ওই একই লাইনে আরও একটি মালগাড়ি বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। দাঁড়িয়ে থাকা মালগাড়িটির পিছনে সজোরে ধাক্কা মারে আরেকটি মালগাড়ি। গোটা এলাকা মুহূর্তের মধ্যে বিকট শব্দে কেঁপে ওঠে । ধাক্কার তীব্রতায় দুটি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এর ফলে বিষ্ণুপুরগামী মালগাড়িটির চালক গুরুতরভাবে জখম হয়েছে। বাঁকুড়ার ওন্দাগ্রাম রেল স্টেশন এ দুর্ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন-ধরিত্রী গর্ভবতী হলে…

এই ঘটনার ফলে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। তাই আদ্রা-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ-ডাউন একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল ট্রেনের সংখ্যা এখনো পর্যন্ত ১১। এবং দুটি ট্রেনের গতিপথে বেশ কিছু বদল আনা হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল ট্রেনের মধ্যে রয়েছে ১২২৮৩ সাঁতরাগাছি পুরুলিয়া খড়গপুর হাতিয়া প্যাসেঞ্জার সহ বেশ কিছু ট্রেন। কিন্তু পর পর এভাবে রেল দুর্ঘটনায় চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে।

Latest article