সতর্ক প্রীতমরা, আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল

শনিবারের ডার্বির আগে নিজের রণকৌশল গোপন রাখতে ক্লোজড ডোর অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

Must read

প্রতিবেদন : শনিবারের ডার্বির আগে নিজের রণকৌশল গোপন রাখতে ক্লোজড ডোর অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। দু’দিনের দীপাবলির ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই মোহনবাগান মাঠে রুদ্ধদ্বার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দিমিত্রি পেত্রাতোসদের। পাশাপাশি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে স্টিফেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে জোরকদমে বড় ম্যাচের প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন-পুরস্কৃত হবেন অচিন্ত্য-সৌরভ

তবে ডার্বির আবহেই বুধবার কলকাতা লিগের ম্যাচ খেলতে নামতে হচ্ছে লাল-হলুদকে। প্রতিপক্ষ ভবানীপুর। বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দল ঘরোয়া লিগে খেললেও আইএসএলে রেজিস্ট্রেশন হওয়া লাল হলুদের সিনিয়র দলের কিছু ফুটবলার কলকাতা লিগের ম্যাচে খেলছেন। কিন্তু শনিবারের ডার্বি মাথায় রেখে স্টিফেন হয়তো সিনিয়র দলের হয়ে নিয়মিত ম্যাচ খেলা ফুটবলারদের বুধবারের ম্যাচের জন্য ছাড়বেন না।

আরও পড়ুন-‘ঠিক আছি’, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 

ডার্বি নিয়ে সমর্থকদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। মঙ্গলবার থেকে যুবভারতীতে অফলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের চাহিদা আকাশছোঁয়া। মোহনবাগান মাঠে বড় ম্যাচের প্রস্তুতির ফাঁকেই সিনিয়র ফুটবলার তথা দলের অন্যতম অধিনায়ক প্রীতম কোটাল বলেছেন, ‘‘ইস্টবেঙ্গল দল খুবই ভাল। ওদের ভাল স্ট্রাইকার রয়েছে। বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে, যেমন জেরি। ও খুব ভাল লেফট ব্যাক। আমাদের খুব ভাল প্রস্তুতি সারতে হবে।” তরুণ উইঙ্গার আশিক কুরুনিয়ন বললেন, ‘‘ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ভাল। আমাদের ধৈর্য ধরতে হবে গোলের জন্য।” এর আগে বহু ডার্বি খেলেছেন প্রীতম। বলেন, ‘‘দলের সকলের কাছেই ডার্বি স্পেশ্যাল। বাঙালি হিসেবে আমার কাছে সব সময় বড় ম্যাচ স্পেশ্যাল। তবে ডার্বি সব সময় বাকি ম্যাচের থেকে আলাদা। ডার্বি সব সময় ৫০-৫০। ম্যাচের দিন সেরাটা দিতে হবে।”

Latest article