আজ ভোট, কাল রিমেলের পূর্বাভাস: দিঘা, মন্দারমণি কার্যত শুনশান

Must read

সংবাদদাতা, দিঘা : একদিকে লোকসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট। অন্যদিকে ‘রিমেল’ ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) সতর্কতা। দুয়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূল ভাগে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এখন কার্যত খাঁ-খাঁ করছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিজ্ঞপ্তি জারি করায় বাইরে থেকে আসা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত সবাই বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা ছেড়েছেন। পর্যটকের আড়ালে রাজনৈতিক দলের লোকজনও হোটেলে আশ্রয় নিতে পারে। তাই প্রশাসনের পক্ষে বিষয়টি হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও দিঘা, মন্দারমণি, তাজপুর বা শংকরপুরের হোটেলে বহিরাগতরা জড়ো হচ্ছে কিনা সে বিষয়ে মনিটরিং চলছে। ফলে এই পর্যটন কেন্দ্রগুলো এখন একেবারেই ফাঁকা। লকডাউন পিরিয়ডের মতো পর্যটন কেন্দ্রগুলোর সৈকত একেবারেই ফাঁকা। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘ভোটের সময় বিভিন্ন হোটেলকর্মীরা ভোট দেওয়ার জন্য বাড়ি চলে যান। পর্যটকদেরও আনাগোনা কম থাকে। নির্বাচন কমিশন এবার বহিরাগত পর্যটকদের রাখার বিষয়ে কড়া নির্দেশ দেওয়ায়, সমস্ত হোটেল মালিক সতর্ক।’ আবহাওয়া দফতরও জানিয়েছে, রিমেল শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরপর আরও উত্তর-পূর্বে এগিয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হবে। শনিবার সকালে রিমেল থাকবে মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে তা রবিবার আছড়ে পড়তে পারে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি। এর জেরে শনিবার ও রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জেলায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ফলে জেলার উপকূল ভাগের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে। মৎস্য দফতরের তরফে বৃহস্পতিবার থেকে রবিবার মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে উপকূল ভাগের সমুদ্র সৈকতগুলো এখন কার্যত প্রায় শুনশান।

আরও পড়ুন- হীরামান্ডি

Latest article