প্রতিবেদন : আজ, বুধবার দুপুর একটায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ (WB HS Result 2024)। তিনটে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন। রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখা যাবে www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha ওয়েবসাইটে । ১০ মে সকাল ১০টা থেকে রেজাল্ট দেওয়া হবে স্কুলগুলি থেকে। প্রসঙ্গত, এবারই প্রথম তৎকাল পরিষেবা চালু করছে সংসদ। মার্কশিট হাতে পাওয়ার পর রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা। এই আবেদনের ৭ দিনের মধ্যেই রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট জানানো হবে। যদিও তৎকাল পরিষেবা পেতে গেলে অতিরিক্ত ফি দিতে হবে।
আরও পড়ুন- ভোটের হারের রহস্যজনক বৃদ্ধি, কমিশনকে চিঠি তৃণমূলের