কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

Must read

আজ পঁচিশে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ১৬৩ তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

নিজের এক্স হ্যন্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে তাঁকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। দেশ, কালের গন্ডি পেরিয়ে আজও আমাদের আনন্দ-বেদনায়, আশা-নিরাশায়, সংকট-সাফল্যে, উৎসব-পার্বণে তিনিই পরম আশ্রয় – আত্মার আত্মীয়। প্রার্থনা করি, মনুষ্যত্বের যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন তাকে পাথেয় করে এভাবেই যেন মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে, অসহিষ্ণুতার বিরুদ্ধে, সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি।” গঙ্গাজলে গঙ্গাপূজা করে বলি –
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি, …
ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।”

এদিন সমাজ মাধ্যমের পাতায় কবিগুরুর একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)। এই দিনে আপামর বাঙালি রবীন্দ্রনাথের গান-কবিতা-গল্প-উপন্যাস-নাটক নিয়ে বিশেষ উদযাপনে মেতে থাকেন। তাঁকে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন- ভোটের হারের রহস্যজনক বৃদ্ধি, কমিশনকে চিঠি তৃণমূলের

Latest article