তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন পেশ

লোকসভা ২০২৪–এর সপ্তম দফা ভোটের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু করল নির্বাচন কমিশন৷ এই দফায় বাংলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ১ জুন৷

Must read

প্রতিবেদন : লোকসভা ২০২৪–এর সপ্তম দফা ভোটের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু করল নির্বাচন কমিশন৷ এই দফায় বাংলার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ১ জুন৷ যার মধ্যে ৪টি কেন্দ্র রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ মঙ্গলবার জেলাসদর আলিপুরে জয়নগর ও মথুরাপুরের তৃণমূলের দুই প্রার্থী মনোনয়নপত্র পেশ করেন৷ প্রথম দিনে ৪ কেন্দ্রে সবমিলিয়ে ১০ জন প্রার্থী ১৮টি মনোনয়ন দাখিল করেন৷ মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারকে সঙ্গে নিয়ে মিছিল করে আলিপুরে যান মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বিধায়ক মন্টুরাম পাখিরা, যোগরঞ্জন হালদার, জয়দেব হালদার, গিয়াস উদ্দিন মোল্লা প্রমুখ৷ রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাশাসক সৌমেন পালের হাতে ৪টি মনোনয়নপত্র তুলে দেন বাপি হালদার৷ মথুরাপুর কেন্দ্রের জন্য আরও দুই প্রার্থী অন্যান্য দলের হয়ে তিনটি মনোনয়ন পেশ করেন৷

আরও পড়ুন-ভোটের হারের রহস্যজনক বৃদ্ধি, কমিশনকে চিঠি তৃণমূলের

এদিকে জয়নগর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলও নমিনেশন দাখিল করলেন। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক শওকত মোল্লা, শ্যামল মণ্ডল, বিশ্বনাথ দাস, পরেশ রাম দাস, নমিতা সাহা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক প্রমুখ৷ রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাশাসক ভাস্কর পালের হাতে নমিনেশন ফাইল তুলে দেন প্রার্থী৷ এদিন দুটি নমিনেশন ফাইল জমা করেন প্রতিমা৷ এছাড়া এই কেন্দ্রের জন্য আরও দুই প্রার্থী অন্যান্য দলের হয়ে মনোনয়ন জমা করেন৷ যাদবপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার জেলাশাসক সুমিত গুপ্তার কাছে অন্যান্য দলের দুই প্রার্থী তিনটি ও ডায়মন্ড হারবারের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলাশাসক সাদ্দাম নাভাসের কাছে অন্যান্য দলের দুই প্রার্থী চারটি মনোনয়ন জমা করেন৷

Latest article