খেলা

আজ এএফসি ম্যাচে মোহনবাগান বনাম মাজিয়া

প্রতিবেদন : ডুরান্ড থেকে এএফসি কাপ হয়ে আইএসএল— মোহনবাগানের বিজয়রথ ছুটছে। সোমবার গান্ধীজয়ন্তীর দিন যুবভারতীতে ঘরের মাঠে এএফসি কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। জুয়ান ফেরান্দোর দলের সামনে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। যারা নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে হারিয়েছে। মোহনবাগানও গ্রুপে প্রথম ম্যাচে ওড়িশা এফসি-কে চার গোলে হারিয়েছে। গতবার এএফসি কাপে মাজিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ানের দল। গোল করেছিলেন রয় কৃষ্ণ, লিস্টন কোলাসো, মনবীর সিং। কৃষ্ণ অতীত, লিস্টন-মনবীররা থাকলেও জুয়ানের অস্ত্র বদলেছে। মালদ্বীপের ক্লাবটিও গতবারের থেকে শক্তিশালী। তাই মাজিয়াকে প্রচণ্ড সমীহ করছেন মোহনবাগান কোচ।

আরও পড়ুন-গান্ধীর আদর্শ মুছতে তৎপর ওরা

ডুরান্ড কাপে ডার্বি হারের পর এখনও পর্যন্ত টানা আটটি ম্যাচ জিতেছে মোহনবাগান। সোমবার টানা নবম জয়ের লক্ষ্যে নামছে তারা। গতবার এএফসি কাপ ফাইনালের মুখ থেকে ফিরে আসার এই মরশুমে সবুজ-মেরুন ব্রিগেডের প্রধান লক্ষ্য, আইএসএলের খেতাব ধরে রাখার পাশাপাশি এএফসি কাপ জয়। তার জন্য ম্যাচ ধরে এগোতে চান জুয়ান। প্রতিপক্ষ মাজিয়া যে এবার উন্নত দল, তা স্বীকার করে নিয়েছেন বাগানের স্প্যানিশ কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জুয়ান বলেন, ‘‘আমরা দারুণ একটা দলের বিরুদ্ধে খেলতে নামছি। প্রতিপক্ষ মাজিয়াকে আমরা শ্রদ্ধা করি। ওরা যেমন আমাদের শক্তি-দুর্বলতা জানে, আমরাও ওদের সম্পর্কে ওয়াকিবহাল। ওরা এবার উন্নত দল। বসুন্ধরা কিংসের মতো দলকে হারিয়ে আসছে। এখন যারা খেলছে মাজিয়া দলে, তারা যথেষ্ট ভাল মানের। আক্রমণাত্মক ফুটবল খেলে। আমাদেরও অস্ত্র আগ্রাসী ফুটবল। গতবার আমরা যে অবস্থায় ছিলাম, তার থেকে এবার আমাদের আরও ভাল দল। আশা করি, আমরা দাপট নিয়েই ভাল ফুটবল খেলব। ম্যাচটাকে আমরা উপভোগ করতে চাই।’’

আরও পড়ুন-করাচিতে খতম কুখ্যাত হাফিজ সইদের সহযোগী

এএফসি কাপে ছয় বিদেশি খেলানো যায়। তাই মোহনবাগান কোচের হাতে বিকল্প অনেক। দিমিত্রি দারুণ ফর্মে, গোলের খিদে রয়েছে জেসন কামিন্সের। ম্যাচের আগের দিন যুবভারতীতে অনুশীলনে দেখা গেল, নিজের সেরা অস্ত্রগুলোকে আরও একবার পরখ করে নিলেন জুয়ান। রক্ষণ জমাট রেখে দুই উইং থেকে আক্রমণের মহড়া সারলেন বাগান কোচ। মাজিয়ার বসনিয়ান কোচ মিলোমির সেসলিজা জানিয়ে গেলেন, অ্যাওয়ে ম্যাচ হলেও মোহনবাগানের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলবে দল। যা নিয়ে মোহনবাগান কোচ বললেন, ‘‘ম্যাচটা সহজ হবে না। যেহেতু আমরা ঘরের মাঠে খেলব তাই তিন পয়েন্ট পেতেই হবে আমাদের।’’

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

12 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago