প্রতিবেদন: নতুন বছরের শুরুতে ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই শুরু করছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC vs Rajasthan FC)। আই লিগে অনেকটা পিছিয়ে পড়েছে দল। ১১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে কলকাতা জায়ান্টরা। শুক্রবার দিল্লির আম্বেদকর স্টেডিয়ামে মহামেডানের প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। লিগে শুরুর ব্যর্থতায় রাশিয়ান কোচ চেরনিশভকে সরিয়ে আই লিগ জয়ী কিবু ভিকুনাকে দায়িত্বে এনেছেন মহামেডান কর্তারা। স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে রাজধানীর মাঠে নতুন পরীক্ষা মার্কাস যোশেফদের। রাজস্থান ম্যাচের আগে রাজধানীর প্রচণ্ড ঠান্ডা এবং আম্বেদকরের খারাপ মাঠ ভাবাচ্ছে মহামেডানকে (Mohammedan SC vs Rajasthan FC)। ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বললেন, ‘‘আম্বেদকরের মাঠ ভাল নয়। তার উপর দিল্লিতে এখন প্রচণ্ড ঠান্ডা। খুব সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য দল কলকাতায় অনুশীলন করে বৃহস্পতিবার বিকেলে দিল্লি রওনা হয়। আশা করি, শুক্রবার ম্যাচ জিতেই আমরা ফিরব। লিগ শীর্ষে থাকা শ্রীনিধির সঙ্গে আমাদের মাত্র ৮ পয়েন্টের ব্যবধান। আমি নিশ্চিত, ঘুরে দাঁড়িয়ে মহামেডান ঠিক খেতাবি লড়াইয়ে ফিরবে।’’ নতুন বিদেশি কিরঘিজস্তানের তারকা স্ট্রাইকার মিরলান মুরজায়েভও দলের সঙ্গে দিল্লি গিয়েছেন।
আরও পড়ুন-সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা