খেতাবি লড়াইয়ে আজ সামনে মোহনবাগান

ডার্বি জিতেই ইতিহাস গড়তে চায় মহামেডান

Must read

প্রতিবেদন : মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া স্বাধীনতার পর তৃতীয় দল হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং। স্বাধীনতার আগে ১৯৩৪ থেকে ১৯৩৮— টানা পাঁচবার কলকাতা লিগ জয়ের নজির গড়েছিল মহামেডান (Mohun Bagan vs Mohammedan)। এরপর মোহনবাগান ও ইস্টবেঙ্গলেরও পরপর লিগ জয়ের গৌরবময় অতীত ইতিহাস রয়েছে। ৮৫ বছর পর ফের ঘরোয়া লিগ জয়ের হ্যাটট্রিকের হাতছানি মহামেডানের সামনে।
আজ শুক্রবার কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে সাদা-কালো ব্রিগেডের সামনে মোহনবাগান (Mohun Bagan vs Mohammedan)। কলকাতা লিগের সুপার সিক্সে ফের এক ডার্বি। সবুজ-মেরুনের সামনে লিগ জয়ের কোনও সম্ভাবনা নেই। গ্রুপ লিগে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে উঠেছে বাস্তব রায়ের দল। সুপার সিক্সে শুক্রবারই প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিম। অন্যদিকে, মহামেডান সুপার সিক্সে চারটি ম্যাচই জিতে খেতাবের খুব কাছে। গ্রুপ পর্ব মিলিয়ে ১৬ ম্যাচে মোট ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেভিড লাললানসাঙ্গারা। শুক্রবার মোহনবাগানকে হারালে খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবারের ধরাছোঁয়ার বাইরে গিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করবে মহামেডান।
ড্র করলেও লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে মহামেডান। কারণ, গোল পার্থক্যেও এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বাকি এখনও তিনটি ম্যাচ। শেষ ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০ গোল দিয়েছে। ফলে গোল পার্থক্যও অনেকটা বাড়িয়ে নিয়েছে বিনো জর্জের দল। তাই ড্র নয়, মোহনবাগানকে হারিয়েই লিগ জিততে মরিয়া সাদা-কালো শিবির।
মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, ‘‘আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের সামনে মোহনবাগান ম্যাচ জিতেই লিগ জিততে চাই।’’ মোহনবাগান কোচ বাস্তব বলেছেন, ‘‘অঙ্কের বিচারে আমাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। তাই ফুটবলারদের বলেছি, চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা দিতে।’’ মহামেডান জিতলে চ্যাম্পিয়নের ট্রফি পাবে লিগের বাকি সব ম্যাচ শেষ হলে।

আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপেই বদলা নেব হরদীপ হত্যার, খালিস্তানি হুমকি

Latest article