প্রতিবেদন :১২০ কিলোমিটার গতির ঝড়ের নাম শুনলেই কাঁপে ভারতের উপকূল। মার্কিন মুলুকে হানা দিল ৩৫০ কিলোমিটারের বেশি গতির টর্নেডো। এর জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি। ভয়ংকর ওই টর্নেডোর গতিবেগ ছিল ঘণ্টায় ৩৬৫ কিলোমিটার। ঝড়ে এখনও পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন-পরীক্ষার পর রক্তারক্তি কাণ্ড!
মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কেন্টাকির একটি মোমবাতির কারখানা ঝড়ের ধাক্কায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মেফিল্ড শহরের ওই কারখানাটির ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সেখান থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন-গেরুয়া আক্রমণে ব্রিগেডিয়ার কন্যা
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎ ও জলসংকটে পড়েছেন কেন্টাকির হাজার হাজার মানুষ। অনলাইন পণ্য বিক্রেতা সংস্থা অ্যামাজনের একটি গুদাম ধসে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। টর্নেডোতে উদ্ধারকর্মী সংস্থার যন্ত্রপাতি, পুলিশ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বিশির বলেছেন, টর্নেডোর আঘাতে যা ঘটেছে তা অবর্ণনীয়। এরকম দৃশ্য আমি কোনওদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, আরকানসা, ইলিনয়, টেনেসি, মিসিসিপিও।