মুর্শিদাবাদে পর্যটন সার্কিট

মুর্শিদাবাদের জনপ্রিয় দর্শনীয় জায়গাগুলির ৫ কিলোমিটার এলাকার মধ্যে এ ধরনের হোম স্টে তৈরিতে উৎসাহ দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Must read

সংবাদদাতা, বহরমপুর : কর্মসংস্থানের লক্ষ্যে মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে ঢেলে সাজার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের ঐতিহাসিক বিভিন্ন নিদর্শনগুলিকে কেন্দ্র করে আলাদা পর্যটন সার্কিট গড়ে তোলারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আম ও লিচুর সংরক্ষণে নতুন কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে

পর্যটনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তীর কাছে এ বিষয়ে পরিকল্পনার কথা জানতে চান। উত্তরে পর্যটন সচিব জানান, রাজ্য সরকারের গৃহীত নীতি অনুযায়ী ইতিমধ্যেই ট্যুরিস্ট গাইডদের প্রশিক্ষণ, ট্যুর অপারেটরদের স্বীকৃতি প্রদান এবং আরও বেশি পর্যটকদের থাকার সুযোগ করে দিতে হোম স্টে নীতি চালু করা হয়েছে।

আরও পড়ুন-মুর্শিদাবাদে জোর কর্মসংস্থানে

মুর্শিদাবাদের জনপ্রিয় দর্শনীয় জায়গাগুলির ৫ কিলোমিটার এলাকার মধ্যে এ ধরনের হোম স্টে তৈরিতে উৎসাহ দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ-সহ পর্যটন সংক্রান্ত যাবতীয় বিষয় কেন্দ্রীয় ভাবে দেখভাল করার জন্য মুর্শিদাবাদের একটি ট্যুরিজম সেন্টার গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মতিঝিল প্রকৃতি-তীর্থ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সেখানে রোপওয়ে এবং টয় ট্রেন চালু করা হবে। পর্যটন সচিব বৈঠকে জানান, ইতিমধ্যেই মুর্শিদাবাদকে কেন্দ্র করে তিনটি আলাদা পর্যটন সার্কিট গড়ে তোলা হয়েছে। যার ফলে স্থানীয় ট্যুর অপারেটর এবং গাইডরা উপকৃত হয়েছেন।

Latest article