শীত পড়ার শুরুতেই দেশে কোভিডের চিহ্ন। কেরলে (Kerala) সংক্রমণের হার এই মুহূর্তে বেশ উদ্বেগজনক। করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশ পাওয়া গেল কেরলে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) শনিবার করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশ পাওয়ার খবরটি নিশ্চিত করেছে। এই মর্মে এক চিকিৎসক জানান, কেরলের তিরুবনন্তপুরম জেলার কারাকুলামে ৭৯ বছর বয়সি এক মহিলার দেহে করোনা ভাইরাসের নয়া প্রজাতি JN.1-পাওয়া গিয়েছে। প্রথমে তাঁর ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দিয়েছিল। গত ১৮ নভেম্বর তাঁর RT-PCR পরীক্ষা করা হয়। ৮ ডিসেম্বর তাঁর শরীরে করোনা ভাইরাসের JN.1 প্রজাতির দেখা পাওয়া যায়।
আরও পড়ুন-‘বাংলাকে বদনাম করার চ.ক্রান্ত চলছে’, রাজধানীর পথে মুখ্যমন্ত্রী
করোনা ভাইরাসের BA.2.86 প্রজাতির সাব ভ্যারিয়ান্ট হল জেএন ওয়ান। গত মাস থেকেই করোনা সংক্রমণের হার বেড়েছে বেশ কয়েকটি দেশে। সিঙ্গাপুরের হাসপাতালগুলিতে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এই রোগীদের। এই মুহূর্তে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও করোনা আক্রান্তের হার ভালোই বেড়েছে। বেশ কয়েকটি বিমানবন্দরে মাস্ক বাধ্যতামূলক হয়ে গিয়েছে।
আরও পড়ুন-পলাতক এসআই মনোজ শর্মা আলিগড়ে গ্রেফতার
উল্লেখ্য, কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ এই বিষয়ে বলেছেন, “কোন চিন্তার দরকার নেই। এটি একটি সাব-ভেরিয়েন্ট (COVID-19 সাব-স্ট্রেন JN.1)। এখন এটি সনাক্ত করা হয়েছে। কেরালা এটি সনাক্ত করেছে। যেহেতু কেরালার স্বাস্থ্য ব্যবস্থা খুব ভাল, আমরা জিনোমিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এটি সনাক্ত করতে পারি। চিন্তা করার দরকার নেই। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তবে আমাদের উচিত সতর্ক থাকা। কমরবিডিটিসে আক্রান্ত ব্যক্তিদের যত্ন নেওয়া উচিত।”