সংবাদদাতা, আসানসোল : তুষারশুভ্র অদ্রিশিখরের মহারহস্য উন্মোচনের নেশা বারে বারেই দূর্জয় অভিযাত্রীদের টেনে নিয়ে গেছে দুর্গম গিরিখাতে । ১৮৩০ সাল থেকে হিমালয়ের এই দুর্গম গিরিপথ অভিযানে এখনও পর্যন্ত দেশ বিদেশের মাত্র ৯৪টি দল গেলেও সফল হয়েছে মাত্রই বাইশটি দল। এদের মধ্যে সাম্প্রতিকতম দলটি হল পশ্চিম বর্ধমান জেলার অন্যতম শিল্পনগরী চিত্তরঞ্জন রেল শহরের। এখানকার পাঁচ পর্বতারোহী তেইশ দিনের কঠিন অভিযানে এই পাস (Traill’s Pass) অতিক্রম করেছেন। হিমালয়ের নন্দাদেবী এবং নন্দাকোট শৃঙ্গের মধ্যে অবস্থিত প্রায় ১৭ হাজার ৪০০ ফুট উচ্চতার ট্রেইল পাস (Traill’s Pass) অতিক্রম করে এই অভিযাত্রীদল চিত্তরঞ্জনে ফিরেছেন ১২ অক্টোবর। সফল অভিযাত্রীরা হলেন রঞ্জন দত্ত, বিজয়কান্ত পান্ডে, পার্থ ঘোষ, তাপস হড় এবং প্রশান্ত মুখোপাধ্যায়।
আরও পড়ুন-উলুবেড়িয়ায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় হত ২, অবরোধে দুর্ভোগ