সরস্বতী পুজোর আবহে রাজ্য জুড়ে অভিনব কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের। সংগঠনের তরফে ‘সবার শিক্ষা, সবার সরস্বতী’ স্লোগানকে সামনে রেখে বিশেষ বাগ্দেবী সম্মান ২০২৪ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানান, এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য রাজ্যের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানান হয়েছে। যে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে, তারা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার। বিভাগগুলির মধ্যে সেরা প্রতিমা, সেরা সাজসজ্জা, সেরা থিম, সেরা আলপনা-সহ থাকছে একাধিক বিভাগ। থিম হিসেবে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প। সাংগঠনিক জেলার নাম উল্লেখ করে আবেদন জানাতে হবে অনলাইনে। তারপর নির্দিষ্ট পেজে গিয়ে পুজোর ভিডিও ও স্টিল ছবি আপলোড করতে হবে। প্রথমে জেলাভিত্তিক বিজয়ীদের পুরষ্কৃত করা হবে। দ্বিতীয় ধাপে রাজ্যের সেরাদের পুরষ্কার দেবে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ। আগামী ২১ ফেব্রুয়ারি হবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আজ বাগ্দেবীর আরাধনায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ভাবনা ‘যত বিষ, শেষ করুক চব্বিশ’। রাজন্যা হালদারের নেতৃত্বে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদও মেতে উঠছে বাগ্দেবীর আরাধনায়।
আরও পড়ুন- লোকসভা ভোটের প্রস্তুতি শুরু রাজ্যের, বুথের পরিকাঠামো গড়ে তুলতে বরাদ্দ ১১ কোটি ৬৫ লক্ষ টাকা