দিল্লিতে কৃষি ভবনে আজ ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা (Abhishek Banerjee)। কিন্তু ঘটনাচক্রে সেখান থেকে একপ্রকার টেনে হিঁচড়ে সরানো হল তৃণমূলের নেতাদের। যন্তরমন্তর থেকে দিল্লির কৃষিভবনে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কাঁধে জবকার্ড হোল্ডারদের চিঠির বোঝা নিয়ে সেখানে যান অভিষেক। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে চান নি ১ ঘন্টা ৪০ মিনিট বসিয়ে রাখার পরেও।
এই ঘটনার পরেই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল ৬টার সময়। কিন্তু সাড়ে সাতটা বাজে। আজ বেলা ১২টার সময় আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন। পরে মেল করে জানান, তিনি দেখা করতে পারবেন না। মিথ্য়ে কথা বলেছিলেন। বলেছিলেন তাঁর ফ্লাইট বিকেল ৫টা অবতরণ করবে। এরপর সন্ধ্যা ৬টায় তিনি দেখা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি বেলা ৪টের সময় বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। যাতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা যায়। তিনি দেখা না করলে এখানেই বসে থাকব।’
আরও পড়ুন-বক্সার জঙ্গলে পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল বিরল ইন্ডিয়ান ঢোলের ছবি
এরপরেই দিল্লি পুলিশের বিরুদ্ধে কৃষি ভবন থেকে তৃণমূলের নেতা নেত্রীদের সরাতে গিয়ে দলের মহিলা নেত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল৷ টানা হ্যাঁচড়ায় শাড়ি ছিঁড়ে গিয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের একাধিক মহিলা নেত্রীকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার ছবি স্পষ্ট হয়েছে। টানাহ্যাঁচড়া করেই তৃণমূল নেতানেত্রীদের বের করে নিয়ে যায় এদিন পুলিশ। মহুয়া মৈত্র, দোলা সেন, বীরবাহা হাঁসদার মতো মহিলা সাংসদ, বিধায়কদেরও এই বর্বরতার শিকার হতে হয়েছে এদিন।