দিল্লিতে কৃষি ভবনে আজ ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়রা (Abhishek Banerjee)। কিন্তু ঘটনাচক্রে সেখান থেকে একপ্রকার টেনে হিঁচড়ে সরানো হল তৃণমূলের নেতাদের। যন্তরমন্তর থেকে দিল্লির কৃষিভবনে গিয়েছেন তৃণমূলের প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কাঁধে জবকার্ড হোল্ডারদের চিঠির বোঝা নিয়ে সেখানে যান অভিষেক। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করতে চান নি ১ ঘন্টা ৪০ মিনিট বসিয়ে রাখার পরেও।
এই ঘটনার পরেই সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল ৬টার সময়। কিন্তু সাড়ে সাতটা বাজে। আজ বেলা ১২টার সময় আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন। পরে মেল করে জানান, তিনি দেখা করতে পারবেন না। মিথ্য়ে কথা বলেছিলেন। বলেছিলেন তাঁর ফ্লাইট বিকেল ৫টা অবতরণ করবে। এরপর সন্ধ্যা ৬টায় তিনি দেখা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি বেলা ৪টের সময় বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। যাতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা যায়। তিনি দেখা না করলে এখানেই বসে থাকব।’
আরও পড়ুন-বক্সার জঙ্গলে পর্যটকের ক্যামেরায় ধরা পড়ল বিরল ইন্ডিয়ান ঢোলের ছবি
এরপরেই দিল্লি পুলিশের বিরুদ্ধে কৃষি ভবন থেকে তৃণমূলের নেতা নেত্রীদের সরাতে গিয়ে দলের মহিলা নেত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল৷ টানা হ্যাঁচড়ায় শাড়ি ছিঁড়ে গিয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বীরবাহা হাঁসদা সহ তৃণমূলের একাধিক মহিলা নেত্রীকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার ছবি স্পষ্ট হয়েছে। টানাহ্যাঁচড়া করেই তৃণমূল নেতানেত্রীদের বের করে নিয়ে যায় এদিন পুলিশ। মহুয়া মৈত্র, দোলা সেন, বীরবাহা হাঁসদার মতো মহিলা সাংসদ, বিধায়কদেরও এই বর্বরতার শিকার হতে হয়েছে এদিন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…