লকেটের দ্বিচারিতা, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

একদিকে রাজ্য পুলিশকে দোষারোপ অন্যদিকে তিনি নিজেই তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একই বাংলা পুলিশের কাছ থেকে সুরক্ষা নিয়েছিলেন

Must read

গতকাল রাতে রিষড়া হঠাৎ করেই আবার উত্তপ্ত (Rishra Violence) হয়ে ওঠে। আর তার ফলে ট্রেন ও ট্রেনলাইনে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা বেশ থমথমে। রিষড়ার গিয়ে শান্তি বজায় রাখতে ‘লিভ অ্যান্ড লেট লিভ’ এর কথাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । ওদিকে রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে। যেখানে সেই হিংসা বিধ্বস্ত এলাকায় সকলকেই যেতে বাধা দেওয়া হচ্ছে সেখানে ট্রেনে রিষড়ার গেলেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে কথা বলে নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়া যান তিনি।

আরও পড়ুন-শিবিরেই স্বাস্থ্যসাথী কার্ড

এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখে অনেক কথাই বলছেন, কিন্তু এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি ? রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন-হাওড়া-কাণ্ডের জেরে কড়া পদক্ষেপ পুলিশের, ভাড়াটিয়ার তথ্য না দিলে ৬ মাস জেল

একদিকে রাজ্য পুলিশকে দোষারোপ অন্যদিকে তিনি নিজেই তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য একই বাংলা পুলিশের কাছ থেকে সুরক্ষা নিয়েছিলেন।। এই নিয়ে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। একটি ভিডিও শেয়ার করে নিন্দায় সরব হয়েছে তারা।

 

Latest article