আদিপুরুষের সমালোচনায় সরব হল তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : এবার রামায়ণের আদলে তৈরি করা আদিপুরুষের (Adipurush- TMC) সমালোচনায় সরব হল তৃণমূল কংগ্রেস, আপ, কংগ্রেস-সহ বিরোধীরা। তাদের বক্তব্য, রামায়ণের কাহিনি নির্ভর এই ছবিতে যে ধরনের সংলাপ ব্যবহার করা হয়েছে, তা মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ভগবান রামচন্দ্রকে নিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। আদিপুরুষ (Adipurush- TMC) নিয়ে রাজনৈতিক মহলে আগেই সমালোচনার ঝড় উঠেছিল। বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলিও আদিপুরুষের সমালোচনায় সরব হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় (MP Shatabdi Roy) বলেছেন, এখন কেন হিন্দু ধর্মের রক্ষাকর্তারা প্রতিবাদ জানাচ্ছেন না। খুবই বাজেভাবে দেখানো হয়েছে রামায়ণ। এইরকম দেখানোর জন্য অন্য কোনও চরিত্র তৈরি করা যেত। রামচন্দ্র কেন? বিনোদনের জন্য সিনেমা তৈরি করতে চাইলে রামচন্দ্র চরিত্র নিয়ে না করাই ভাল। এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, যোগী আদিত্যনাথ, মনোহরলাল খাট্টার, দেবেন্দ্র ফড়নবিশ, শিবরাজ সিং চৌহানদের আশীর্বাদে এই সিনেমা তৈরি হয়েছে।

আরও পড়ুন- জোর করে জয় শ্রী রাম বলানোর জন্য পিটুনি

Latest article