সংবাদদাতা, কাঁথি : কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল রবিবার। বিজেপিকে ২১-০ ফলাফলে নিল গেম দিতে কাঁথির থানা পুকুরপাড়ের এই কেন্দ্রীয় কার্যালয় থেকেই তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে। সেই সঙ্গে এদিন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে সম্প্রীতি দিবস উদযাপন ও রক্তদান শিবির আয়োজিত হয়। দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন কাঁথি (Kanthi TMC) ও এগরা পুরসভা তৃণমূল কংগ্রেস নির্বাচনী কমিটির আহ্বায়ক তথা মৎস্যমন্ত্রী অখিল গিরি।
তিনি বলেন, ‘‘যাঁরা তৃণমূলের সঙ্গে গদ্দারি করে, এখন বিজেপির হয়ে বড় বড় কথা বলছেন, তাঁদের নেতৃত্বে কাঁথি পুরসভার বিগত পুরবোর্ডের সময়কালে অনিয়ম, বেনিয়ম ও দুর্নীতির প্রশাসনিক তদন্ত চলছে। রিপোর্ট অনতিবিলম্বে প্রকাশিত হবে। সেইসব বিশ্বাসঘাতক নিজের আখের গুছিয়ে নিলেও, কাঁথির জন্য এতদিন ভাবেননি। এবার কাঁথিতে মহিলা কলেজ, মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রাথমিক আলোচনা হয়েছে।’’
আরও পড়ুন – নন্দীগ্রামে ফের ভাঙল বিজেপি
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস। সভা পরিচালনা করেন জেলা তৃণমূল যুব সভাপতি (Kanthi TMC) সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ বলেন, “গান্ধীহত্যাকারীর উত্তরসূরি বিজেপিকে আসন্ন কাঁথি পুর নির্বাচনে পর্যদুস্ত করে কাঁথি শহরে গণতান্ত্রিক ও সম্প্রীতির বাতাবরণ আরও মজবুত করুন।” এছাড়াও ভাষণ দেন জ্যোতির্ময় কর, বিধায়ক তরুণকুমার মাইতি, বিধায়ক উত্তম বারিক প্রমুখ। ছিলেন হরিসাধন দাস অধিকারী, মামুদ হোসেন, নন্দদুলাল মাইতি প্রমুখ।