পাড়ায় শিক্ষালয়ের মহড়া, বালুরঘাটে বাজিমাত

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : প্রায় দু’বছর পর স্কুল খুললেও করোনা ফের মাথাচাড়া দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কিন্তু পড়ুয়াদের লেখাপড়ার প্রতি আগ্রহ যাতে হারিয়ে না যায় তাই স্কুল খোলার পরিবর্তে পাড়ায় পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhaloy) চালুর পক্ষে রায় দিয়েছে রাজ্য। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রীও সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেছেন। সরস্বতী পুজোর পর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে পাড়ায় পাড়ায় শিক্ষালয় (Paray Sikkhaloy)। তারই মহড়া চলছে রাজ্য জুড়ে। অভিভাবকদের পক্ষ থেকেও এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে।

আরও পড়ুন – কোভিড-রোগীদের পাশে প্রশাসন 

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পড়ুয়াদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা। পাড়ায় শিক্ষালয় বিষয়ে অভিভাবকদের ব্যাপক সাড়া বালুরঘাটে। শনিবার বালুরঘাট উচ্চবিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকরা বালুরঘাট উচ্চবিদ্যালয় সংলগ্ন পাড়াগুলিতে পড়ুয়াদের বাড়িতে ঘুরে ঘুরে অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পড়ুয়াদের পাড়ায় শিক্ষালয়ে প্রেরণের অনুরোধ জানান। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে যোগাযোগের টেলিফোন নম্বরও নথিভুক্ত করেন। একইসঙ্গে পাড়ায় শিক্ষালয়ের বিষয়গুলি অভিভাবকদের বুঝিয়ে বলেন। অভিভাবক নূপুর সরকার বলেন, পাড়ায় শিক্ষালয় রাজ্য সরকারের খুব ভাল উদ্যোগ। এতে ছাত্রছাত্রীদের দারুণ উপকার হবে।

Latest article