কারখানায় আগুন, জয়পুরে জীবন্ত দগ্ধ তিন শিশু-সহ ৪

Must read

প্রতিবেদন : রাজস্থানের জয়পুরের (Joypur) জামওয়ারগড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেল চারজনের। মৃতদের মধ্যে তিনজনই শিশু। বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। একটি তারপিন তেলের কারখানায় আগুন লাগায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই কারখানার মালিকের এক আত্মীয় ওই শিশুদের বাঁচাতে চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওই ব্যক্তিও প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন – খুলল রামেশ্বর মন্দির, খুশি পর্যটকেরা 

জয়পুর (Joypur) পুলিশ জানিয়েছে, তারপিন তেলের কারখানায় রবিবার দুপুরে আগুন লাগে। ঘটনার সময় সেখানে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক। আগুনের হাত থেকে বাঁচতে তাঁরা সকলেই দৌড়ে পালাতে থাকেন। ওই পরিস্থিতিতে পদপিষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। প্রবল আগুনের মাঝে পড়ে কারখানার ভিতর থেকে বের হতে পারেনি অঙ্কুশ, গরিমা ও দিব্যা নামে তিন শিশু। ওই কারখানার মালিকের ভাগনে রমেশ আর্য তিন শিশুকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকেছিলেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রমেশ ভিতরে ঢুকেও ওই তিন শিশুকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারেননি। কারখানার ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের।

Latest article