কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিলি করল তৃণমূল

Must read

আগামীকালই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এবার ভোটে রেকর্ড মনোনয়ন জমা পড়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে শনিবার উৎসবের মেজাজে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব পালিত হবে বাংলাজুড়ে। এই ভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আদালতের নির্দেশে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এক অভিনব পন্থা অবলম্বন করেছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে। হিন্দি এবং ইংরেজি ভাষায় এই লিফলেট ছাপানো হয়েছে। বলা হচ্ছে “উন্নয়ন” লিফলেট (TMC- Leaflets)। এই উন্নয়ন ও লিফলেট নিয়ে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে আগেই কথা হয় তৃণমূলের। বাংলার উন্নয়নের ফিরিস্তি শুনে সেই জওয়ান বেশ অবাক।

লিফলেটে থাকছে‌ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) গ্রামবাংলার উন্নয়ন কেমন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা ভিন রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানদের জানানো হবে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড— মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী প্রকল্পগুলি লিফলেট আকারে সাজিয়ে তুলে দেওয়া হচ্ছে জওয়ানদের। এটা করার একমাত্র কারণ হল পঞ্চায়েত নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁদের রাজ্যে ফিরে গিয়ে বাংলার উন্নয়নের কথা বলতে পারেন।

আরও পড়ুন- কাল ভোট, এখনও প্রতিশ্রুতি মতো এল না বাহিনী

গতকাল, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য প্রচারপত্র তুলে (TMC- Leaflets) দেওয়া হয় তৃণমূলের তরফে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে ছবি সহ তিনি লেখেন, “আপনার রাজ্যে আপনারা কি কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারসহ বাংলার সামাজিক সুরক্ষাগুলির মত সুরক্ষা পান? আপনি বাড়ির ফেরার পর দাবি তুলুন, বাংলার রাজ্য সরকারের মত পারিবারিক বন্ধু সরকার চাই। সুরক্ষা চাই।” বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর অনেক জওয়ানকে।

Latest article