প্রতিবেদন : বিজেপির সন্ত্রাস অব্যাহত। ঘটনাস্থল ফের কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা। দিনহাটার ভেটাগুড়ি। দিনদুপুরে দুই তৃণমূল কর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বাইকবাহিনীর ওপর। জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে দুই তৃণমূল কর্মীর ওপর হামলা চালাল বিজেপির বাইকবাহিনী। নির্বিচারে তাঁদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-জল ছাড়বে ডিভিসি
গুরুতর জখম অবস্থায় মজিবর মিয়াঁ ও ফজির মিয়াঁ নামে দুই তৃণমূল কর্মী দু’জনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসাপাতলের বেডে শুয়ে জখম দুই তৃণমূল কর্মী জানিয়েছেন, সোমবার দুপুরে চাষের জমিতে কাজ সেরে তাঁরা খাওয়ার জন্য বাড়ি ফিরছিলেন। হঠাৎই দুটি-তিনটি বাইকে কয়েক দল দুষ্কৃতী এসে তাঁদের রাস্তা আটকায়। তাঁরা পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলে তাঁদের পিছু ধাওয়া করা হয়। এরপর ফাঁকা একটি মাঠের সামনে এসে তাঁদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বারবার কেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা? কেন এত সন্ত্রাস?
আরও পড়ুন-উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মসংস্থান
স্বাভাবিকভাবেই উঠেছে এই প্রশ্ন। যদিও মুখে কুলুপ এঁটেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এর আগেও পঞ্চায়েত নির্বাচনের আবহে একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটার ভেটাগুড়ি। বারবার আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা। মন্ত্রী উদয়ন গুহর ওপরও হামলার ওপর অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠদের ওপর। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়। ফের কেন্দ্রীয় মন্ত্রীর এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনা নতুন করে বিজেপির সন্ত্রাস মানসিকতাকে উসকে দিল।