বৈঠকে থাকছে না তৃণমূল

Must read

প্রতিবেদন : শনিবার ইন্ডিয়া জোটের প্রধানদের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। শনিবার সকাল ১১.৩০টায় ইন্ডিয়া জোটের দলগুলির সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক রয়েছে। যদিও শুক্রবার বিকেল ৫টা নাগাদ তৃণমূলকে সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। দেরিতে জানানোর ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন। তিনি বলেন, শনিবার বৈঠক স্থির করার আগে বিষয়টি নিয়ে তৃণমূলের (TMC) সঙ্গে কোনওরকম আলোচনাই করা হয়নি। তাই মাত্র ১৬ ঘণ্টার নোটিশে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর এই বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই বিষয়টি কংগ্রেসকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু শনিবারের বৈঠক দলীয় প্রধানদের নিয়ে তাই বৈঠকে দলের অন্য কোনও প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না।

আরও পড়ুন- নির্বাচন কমিশনার নিয়োগে কেন বাদ প্রধান বিচারপতি?

Latest article