অবৈধ বালিখাদানে অভিযান, মাফিয়াদের হাতে হেনস্থা হলেন তৃণমূল নেত্রী চৈতি

পরে বসিরহাট থানার পুলিশকে জানালে পুলিশ এসে উদ্ধার করেছে। তিনি প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অভিযোগ জানিয়েছেন

Must read

সংবাদদাতা, কোচবিহার : অবৈধ বালিখাদানের বিরুদ্ধে অভিযানে নেমে বালিমাফিয়াদের হেনস্থার মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র ও জেলা পরিষদ সদস্য চৈতি বর্মন বড়ুয়াকে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বক্সিরহাট থানার মহিষকুচি ২ গ্রাম পঞ্চায়েতে গেদার চর এলাকায় প্রশাসন ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে চলছিল বালিখাদান। লাগাতার অবৈধভাবে এই চক্র নদী থেকে বালি তোলায় নদী ভাঙনের মুখে পড়ছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন-শিশুর জন্মে বিশ্বে বিরল নজির গড়ে সফল সরকারি হাসপাতাল, শিশুর নাম রাখা হল সাফল্য

এই অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযানে নেমে এদিন গেদারচর এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন চৈতি। তাঁর অভিযোগ, তখনই তাঁকে ঘিরে ফেলে বালিমাফিয়ারা৷ এমনকী তাঁর গাড়িও আটকে ফেলা হয়। তৃণমূল নেত্রীর অভিযোগ, তিনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, এলাকার কিছু ছবিও তুলেছেন। এই এলাকায় রায়ডাক নদীর পাড়ে বাঁধ প্রয়োজন বলে গ্রামবাসীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়েছিলেন। সেজন্যই এলাকা পরিদর্শনে যান।

আরও পড়ুন-জখম তরুণীর পা ফিরিয়ে দিল আর জি কর হাসপাতাল

তাঁর কাছে খবর ছিল, অবৈধভাবে বালিখাদান তৈরি করে প্রশাসনের নিয়ম না মেনে নদী থেকে বালি তোলা হচ্ছে, যার জেরে নদীভাঙনের সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। কিন্তু এলাকায় যেতেই বালিমাফিয়াদের এই চক্র তাঁকে ঘিরে ফেলে। পরে বসিরহাট থানার পুলিশকে জানালে পুলিশ এসে উদ্ধার করেছে। তিনি প্রশাসনকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে অভিযোগ জানিয়েছেন।

Latest article