জখম তরুণীর পা ফিরিয়ে দিল আর জি কর হাসপাতাল

বৃহস্পতিবার দুপুরে বাড়ির চারতলার ছাদে উঠে রিলস বানাচ্ছিলেন বছর সাতাশের তনিষ্ঠা। তখনই পা পিছলে নিচে পড়ে যান।

Must read

প্রতিবেদন : মোবাইলে রিলস বানাতে গিয়ে দুর্ঘটনা। চারতলা থেকে পড়ে গিয়ে দুই পা ভাঙল তরুণীর! দুই পায়ের হাড় কার্যত গুঁড়ো হয়ে যাওয়ায় পা বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আপৎকালীন অস্ত্রোপচার করে তরুণীর পা দুটি বাঁচালেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। তরুণীর নাম তনিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। বাড়ি, উত্তর ২৪ পরগনার বিরাটিতে।

আরও পড়ুন-সাদা আলপনার নকশায় দৃষ্টিনন্দন জগদ্ধাত্রী আরাধনা, নকশি শহরের রূপ নিচ্ছে চন্দননগর

বৃহস্পতিবার দুপুরে বাড়ির চারতলার ছাদে উঠে রিলস বানাচ্ছিলেন বছর সাতাশের তনিষ্ঠা। তখনই পা পিছলে নিচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় আর জি কর হাসপাতালে। দুই পায়ের হাড় কার্যত গুঁড়ো হয়ে যাওয়ায় পা বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। আপৎকালীন অস্ত্রোপচার করে চিকিৎসকরা শেষ চেষ্টা করেন এবং তাতেই পা ফিরে পান ওই তরুণী। তবে আরও বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হবে।

Latest article