উত্তর ২৪ পরগনার জন্য কোর কমিটি গঠন তৃণমূল নেত্রীর

Must read

প্রতিবেদন : লোকসভার আগে উত্তর ২৪ পরগনার সংগঠনের দিকে বিশেষ নজর দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন নেত্রী। বাড়তি দায়িত্ব নিয়ে সকলকে কাজ করার নির্দেশও দেন নেত্রী। গুরুত্বপূর্ণ এই জেলার সংগঠনকে ঢেলে সাজাতে ৮ সদস্যের কোর কমিটি (Core committee) গঠন করে দেন তিনি। জেলার ৩৩টি বিধানসভায় দলের কাজ খতিয়ে দেখবে এই কমিটি। এবং সময় সময় রিপোর্ট দেবে শীর্ষ নেতৃত্বকে।
কোর কমিটিতে রয়েছেন সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল এবং বীণা মণ্ডল। সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী, ১৫ দিন পর পর এই কমিটি (Core committee) বৈঠকে বসবে।

আরও পড়ুন- ধর্মতলার সভা ফ্লপ হতেই বিধানসভায় এসে সাসপেন্ড গদ্দারের অসভ্যতা, বঞ্চনার প্রতিবাদে বিধায়কদের ধরনায় মুখ্যমন্ত্রী

Latest article