বিজেপি (BJP) নেত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান গাঁজা। তার বাড়িতে হানা দিয়ে গাঁজা সহ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধেই গাঁজার ব্যবসা করার অভিযোগ ছিল। শনিবার এই নিয়ে হাওড়া জেলার সাঁকরাইলের নবঘড়া সর্দার পাড়া থেকে তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি। ৪১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হাওড়া পুলিসের গোয়েন্দা বিভাগ ও সাঁকরাইল থানা কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্যা রূপা রায়ের নবঘড়া সর্দারপাড়ার বাড়ি থেকে প্রায় ৪১ কেজি গাঁজা উদ্ধার করে।
আরও পড়ুন-মরশুমের শীতলতম দিন, পাহাড়ের সঙ্গে পাল্লায় পুরুলিয়া
কিন্তু এই বিজেপি নেতার সঙ্গে ছবি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেস সেই ছবি নিয়েই নিন্দায় সরব হয়েছে। বিজেপিতে যদিও এই ঘটনা প্রথম নয়। নিষিদ্ধ মাদক রাখার জন্য এর আগেও পামেলা গোস্বামী বলে এক বিজেপির মহিলা নেত্রীক পুলিশ গ্রেফতার করেছিল।
আরও পড়ুন-ভাঙতে হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, মেট্রোর নয়া আবদারে ক্ষুব্ধ ফিরহাদ
এই মর্মে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এটাই বিজেপির আসল চরিত্র। বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার কোনও মামুলি বিষয় নয়। তার উপর আবার তাঁর স্বামীর সঙ্গে শুভেন্দু, দিলীপের ছবি রয়েছে। অর্থাৎ যোগাযোগ স্পষ্ট। শুভেন্দু যখন লাফায় তখন ওঁর রক্ত পরীক্ষা করার দাবি করছি। সেখানে গাঁজা থাকতে পারে।’
আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে বিশেষ অতিথি ডাক পেল বাংলার ছেলে অভিজ্ঞান
নিজের এক্স হ্যান্ডেলে এদিন ব্রাত্য বসু এই ঘটনার প্রসঙ্গ তুলে লেখেন, ‘বিজেপির পঞ্চায়েত সদস্যরা ‘তৃণমূল’ এর রাজনীতিকে খানিকটা আক্ষরিক অর্থেই নিয়েছেন! বিজেপি নেতার বাড়ি থেকে গাঁজা উদ্ধার। আবার তার সাথে সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারীর মত নেতাদের ঘনিষ্টতা।’
আরও পড়ুন-গঙ্গাসাগর মেলার প্রতি উপেক্ষা, এই বঞ্চনা কি তার প্রাপ্য ছিল?
মলয় ঘটক এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি নেতারা খুন, ধর্ষক ও মাদক ব্যবসায়ী! সাঁকরাইলের এক পঞ্চায়েত সদস্য যিনি, বিজেপির সঙ্গে যুক্ত তার বাড়ি থেকে ৪২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সঙ্গে তার ঘনিষ্টতাও রয়েছে। তাদের দল কেন মাদক অপরাধীকে ঢাল করছে তার ব্যাখ্যা পাওয়া যাবে কি?’