প্রতিবেদন : তৃণমূল বিধায়কের পুজোর গানে মুগ্ধ রাজ্য রাজনীতি। প্রথাগত তালিম নেই, মঞ্চে অভিনয় করতে নেমেই তাঁর গানের অভ্যাস। সেই অভ্যাসই এবার পুজোয় তাঁকে তৃণমূলের নতুন গায়ক-বিধায়কের স্বীকৃতি দিল। দুর্গাপুজোর মহাচতুর্থীর দিন দুপুরে কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর তিনটি গানের অ্যালবাম। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পর্যটন ও তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এই গানের অ্যালবাম প্রকাশ করেন এদিন।
আরও পড়ুন-পুজোয় খোলা থাকছে আউটডোর
শোভনদেব চট্টোপাধ্যায় গানগুলির ভূয়সী প্রশংসা করে বলেন, এত ব্যস্ততার মধ্যেও নারায়ণের এই উদ্যোগ প্রশংসনীয়। আগামীদিনে তাঁর আরও সাফল্য আসুক এই কামনা করে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান তিনি। ইন্দ্রনীল সেন তাঁর বক্তব্যেও তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর গানের প্রশংসা করেন। তিনি বলেন, আগামী পুজোয় শোভনদেব চট্টোপাধ্যায়ের লেখা গানে তিনি নিজে সুর দেবেন এবং নারায়ণ গোস্বামী সেই গান গাইবেন।
আরও পড়ুন-শিবপুরে নজর কাড়ছে রাশিয়ার ক্যাথরিন প্যালেস
নারায়ণ দুই মন্ত্রীকে সম্মান জানিয়ে বলেন, ‘‘প্রথাগত কোনও তালিম আমার ছিল না। তবে ছোটবেলা থেকেই গানের প্রতি আকর্ষণ ছিল। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গায়িকা স্ত্রী বৈশালী গোস্বামীর উদ্যোগে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদে ও উৎসাহে এই অ্যালবাম প্রকাশ করা সম্ভব হয়েছে।’’ তিনি জানান, বিজয়া দশমীতে দিদিকে প্রণাম করতে গিয়ে তাঁকে এই গান উপহার দেব। গানগুলি লিখেছেন শুভেন্দু আচার্য ও সুর দিয়েছেন অভীক মুখোপাধ্যায়।