শিবপুরে নজর কাড়ছে রাশিয়ার ক্যাথরিন প্যালেস

ইউনেস্কোর আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি প্রাপ্ত রাশিয়ার সেন্ট ব্রাসিল ক্যাথিড্রালের আদলে তৈরি হচ্ছে এখানকার মন্ডপ। পুজো মণ্ডপ চত্বরে বসছে বিশাল মেলা।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া: হাওড়া যমজনগরী হাওড়ার পুজোয় এবছর অভিনব ভাবনার ছড়াছড়ি। কোথাও রাশিয়ার সেণ্ট ব্রাসিল ক্যাথিড্রাল চার্চ, কোথাও আবার রাশিয়ার পিটাসবার্গের ক্যাথরিন প্যালেস, আবার কোনও পুজোয় এবারের থিম ‘নারী তুমি অনন্যা’ থেকে বাংলার ঐতিহ্যের মুখ। এছাড়াও পুজোর ভাবনায় রয়েছে ‘সময়— ধরে রাখা যায় না, মনে রাখা যায়’। প্রতি বছরের মতো এবারও শিবপুর মন্দিরতলায় সাধারণ দুর্গোৎসবে ভাবনায় থাকছে অভিনবত্ব।

আরও পড়ুন-ইস্কন মন্দিরের আদলে মণ্ডপে অধিষ্ঠিত মা দুর্গা

শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব ও বিজয়কৃষ্ণ স্মৃতি সমিতির ৯৯তম বর্ষের পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে রশিয়ার সেন্ট পিটাসবার্গের ক্যাথরিন প্যালেস। এই আদলেই তৈরি হয়েছে এখানকার মন্ডপ। মঙ্গলবার তৃতীয়ার দিন এখানকার প্রতিমার আবরণ উন্মোচন করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। বালির দেশবন্ধু ক্লাবের ৭৭তম বর্ষের পুজোয় এবারের থিম রাশিয়ার সেণ্ট ব্রাসিল ক্যাথিড্রাল। ইউনেস্কোর আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি প্রাপ্ত রাশিয়ার সেন্ট ব্রাসিল ক্যাথিড্রালের আদলে তৈরি হচ্ছে এখানকার মন্ডপ। পুজো মণ্ডপ চত্বরে বসছে বিশাল মেলা। দক্ষিণ হাওড়ার নতুনপল্লি সর্বজনীন দুর্গোৎসবের ৫৫তম বর্ষের পুজোর এবারের ভাবনা ‘নারী তুমি অনন্যা’। বিভিন্ন ক্ষেত্রে সফল দেশের ৮৮ জন নারীর ছবি ফুটে উঠেছে এখানকার মণ্ডপে।

আরও পড়ুন-ব্রাহ্মণডিহার বারোয়ারি দুর্গার ৭৫ পূর্তিতে গ্রামে হবে মহোৎসব

এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, ইন্দিরা গান্ধী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, মাদার টেরেসা-সহ এরকম বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট নারীদের ছবি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছেন। সালকিয়া সংস্কৃতি সংঘের ৬০ বর্ষের পুজোয় এবারের থিম ‘লাল মাটির পুরুলিয়ায়’। এখানকার পুজোয় পুরুলিয়ার বিভিন্ন খণ্ডচিত্র থেকে বিখ্যাত ছৌ নাচকে তুলে ধরা হয়েছে। বুধবার চতুর্থীর দিন পুজোর উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Latest article