ইস্কন মন্দিরের আদলে মণ্ডপে অধিষ্ঠিত মা দুর্গা

প্রায় ১১০ ফুট চওড়া ও ৪৫ ফুট লম্বা মণ্ডপটি দেখতেই কেবল ইস্কন মন্দিরের মতো নয়, মণ্ডপে মিলছে ইস্কন মন্দিরের মতো একই রকম অনুভূতি।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর শিল্পাঞ্চলে ইস্কন মন্দিরের মণ্ডপে দেখা মিলল মা দুর্গার। দুর্গাপুর সিটি সেন্টারের ঊর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম এবার ইস্কন মন্দির। এই পুজো ২০তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা সুপ্রিয় গঙ্গোপাধ্যায় বলেন, মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে আমাদের মণ্ডপ তৈরি হয়েছে।

আরও পড়ুন-ব্রাহ্মণডিহার বারোয়ারি দুর্গার ৭৫ পূর্তিতে গ্রামে হবে মহোৎসব

প্রায় ১১০ ফুট চওড়া ও ৪৫ ফুট লম্বা মণ্ডপটি দেখতেই কেবল ইস্কন মন্দিরের মতো নয়, মণ্ডপে মিলছে ইস্কন মন্দিরের মতো একই রকম অনুভূতি। মণ্ডপের ভেতরে ইস্কন মন্দিরের মতো ধূপবাতির সুগন্ধী রয়েছে। পাশাপাশি ইস্কন মন্দির থেকে প্রায় ২০ জন বিদেশি ভক্ত আসছেন। তাঁরা সপ্তমী ও অষ্টমীতে থাকবেন। আর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ইস্কন মন্দিরের ভোগ বিতরণ করা হবে এই মণ্ডপ থেকে। ওই ভোগ দুর্গাপুরের ইস্কন মন্দির থেকে আনা হবে। দর্শনার্থীদের জন্য এক্কেবারে অন্য স্বাদ ও অনুভূতির পুজো করছেন বলে উদ্যোক্তাদের বক্তব্য।

Latest article