পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ: সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা

Must read

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূল সাংসদের। সাইকেলে চেপে এদিন সংসদে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষরা। সোমবার সকাল থেকেই দিল্লিতে বৃষ্টি পড়ছে। তার মধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেখা জ্যাকেট চাপিয়ে সাইকেলে চড়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সাংসদরা। পথে ব্যারিকেড থাকায় তাঁদের আটকানো হয়। সেসময় বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের খানিকক্ষণ বচসাও হয়।

আরও পড়ুন-নির্বাচন কমিশনের এক্তিয়ার নিয়ে নতুন ভাবনার সময় এসেছে

আগেই ঠিক হয়েছিল পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্যের প্রতিবাদে এদিন সাইকেলে চেপে সংসদ ভবনে যাবেন তৃণমূল সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সাংসদরা সাইকেলে করে সংসদে যাওয়ার পাশাপাশি ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা চাইবেন। টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। তিনি লিখেছেন, “কোভিড ১৯-এর উপর প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রের তরফে কনফারেন্স রুমে কোনও চটকদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে চায় না বিরোধী সাংসদরা। সংসদে অধিবেশন শুরু হচ্ছে। সেখানে এসে কথা বলুন”।

 

Latest article