মাধ্যমিকে সর্বকালীন রেকর্ড! এবছর পাশ করেছে ১০০ শতাংশ পরীক্ষার্থীই

Must read

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। করোনা অতিমারীর জেরে নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল।

আজ, মঙ্গলবারই মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিলি করা হবে স্কুলগুলিকে।

সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই ফল জানা যাবে।

পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে রেজাল্ট নেওয়া যাবে। অভিভাবকদের হাতে মার্কশিট দেওয়া হবে

আরও পড়ুন: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ: সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,” গত বছরে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ। এবছর ১০০ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে”।

চলতি বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০। এ বছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি।

চলতি বছর ৭৯ জন মাধ্যমিক পরীক্ষার্থী ৬৯৭ পেয়েছে

গত বছর ১০ লক্ষ ০৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণের সংখ্যা ছিল ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন।

নম্বরে খুশি নয় এমন পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ পাবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরীক্ষা হবে।

কীভাবে দেখা যাবে ফলাফল?

https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ , http://www.indiaresults.com/ , এই ওয়েবসাইটগুলিতে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফল জানা যাবে। WB12 লিখে একটি স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

Latest article