সংবাদদাতা, বহরমপুর : ২০১৪ সালে অধীর চৌধুরীর জয়ের ব্যবধান ২০১৯-এ প্রায় তিন-চতুর্থাংশের বেশি কমে যায়। এবার তৃণমূলের প্রাক্তন তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠানের প্রচার আর জনজোয়ারের চাপে জয়ের ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছেন অধীর চৌধুরী। তার ফলে ঘন ঘন মেজাজ হারাতে দেখা যাচ্ছে তাঁকে। বিক্ষোভের মুখে পড়ে কখনও প্রতিপক্ষকে কষিয়ে থাপ্পড় মারছেন, কখনও ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। এবার বামেদের সঙ্গে জোট গড়ে ভোটে লড়ছেন অধীর।
আরও পড়ুন-তীব্র গরমেও প্রচারে পিছিয়ে থাকলেন না কালীপদ, সঙ্গ দিলেন বীরবাহা, অজিত
শনিবার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভা এলাকায় দমদমা শ্যামনগরে প্রচারে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। তাঁকে ঘিরে তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। মুখে মুখে স্লোগান ওঠে, অধীর চৌধুরী গো ব্যাক। নওদায় অধীরের গাড়ি ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান দেয় তৃণমূল। অধীরের অনুগামীরা এগিয়ে এসে বাধা দেয় তৃণমূল কর্মীদের। এপ্রসঙ্গে এক সময়ের অধীরের সঙ্গী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, উনি বোধ হয় বুঝতে পারছেন যে এবার আর সাংসদ হতে পারছেন না। তাই মাথা গরম করে ফেলছেন। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনের দুটিতে জয়ী হয় তৃণমূল। জিতলেও এক ধাক্কায় অধীরের ব্যবধান অনেকটাই কমে যায়। এবার ইউসুফ পাঠানের মতো সংখ্যালঘু মুখকে প্রার্থী করাতেই হারার ভয় চেপে ধরেছে অধীরকে। তাই মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীদের ওপর হাত-মুখ চালিয়ে দিচ্ছেন তিনি।